আদালতে আজহার, মামলা করলেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে

আদালতের দ্বারস্থ হলেন আজহারউদ্দিন। মামলা করলেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। গত সপ্তাহে আজহার এইচসিএ-র সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিলেও তা বাতিল হয়ে যায়। এরপরই আজহার আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভারতের প্রাক্তন এই অধিনায়ক জানিয়েছেন লোধার প্রস্তাব অনুযায়ী তিনি ভারতের টেস্ট প্রাক্তন টেস্ট ক্রিকেটার হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। এমনকী ম্যাচ গড়াপেটার অভিযোগের থেকেও তাকে আদালত মুক্ত করে দিয়েছে দুহাজার বারো সালে। এরপরও কিভাবে তার মনোনয়ন বাতিল হল তা জানাতে পারেনি এইচসিএতে নির্বাচনের দায়িত্বে থাকা কমিশনার। আরও পড়ুন- বড় ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করার জন্য পাকিস্তান আদর্শ!

Updated By: Jan 17, 2017, 09:50 PM IST
আদালতে আজহার, মামলা করলেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: আদালতের দ্বারস্থ হলেন আজহারউদ্দিন। মামলা করলেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। গত সপ্তাহে আজহার এইচসিএ-র সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিলেও তা বাতিল হয়ে যায়। এরপরই আজহার আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভারতের প্রাক্তন এই অধিনায়ক জানিয়েছেন লোধার প্রস্তাব অনুযায়ী তিনি ভারতের টেস্ট প্রাক্তন টেস্ট ক্রিকেটার হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। এমনকী ম্যাচ গড়াপেটার অভিযোগের থেকেও তাকে আদালত মুক্ত করে দিয়েছে দুহাজার বারো সালে। এরপরও কিভাবে তার মনোনয়ন বাতিল হল তা জানাতে পারেনি এইচসিএতে নির্বাচনের দায়িত্বে থাকা কমিশনার। আরও পড়ুন- বড় ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করার জন্য পাকিস্তান আদর্শ!

.