বাতিল হয়ে গেল বিসিসিআই-এর বৈঠক

বাতিল হয়ে গেল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠক। আজ গভার্নিং কাউন্সিলের বৈঠকের পরই এই সিদ্ধান্ত হয়। নোটিসে ত্রুটি থাকার জন্য ওয়ার্কিং কমিটির বৈঠক বাতিল করে দেয় বোর্ড। নোটিসে জরুরি বৈঠকের কথাটি উল্লেখ ছিল না। গভার্নিং কাউন্সিলের বৈঠকে স্পট ফিক্সিং নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয়।

Updated By: Aug 1, 2013, 10:03 PM IST

বাতিল হয়ে গেল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠক। আজ গভার্নিং কাউন্সিলের বৈঠকের পরই এই সিদ্ধান্ত হয়। নোটিসে ত্রুটি থাকার জন্য ওয়ার্কিং কমিটির বৈঠক বাতিল করে দেয় বোর্ড। নোটিসে জরুরি বৈঠকের কথাটি উল্লেখ ছিল না। গভার্নিং কাউন্সিলের বৈঠকে স্পট ফিক্সিং নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয়।
আজ দিল্লিতে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। তার আগেই বৈঠকে শ্রীনিবাসনের সভাপতিত্বকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লড়াই চরমে পৌঁছে যায়। বৃহস্পতিবার রাতেই দুই শিবির ছক ঠিক করতে আলাদা আলাদা জায়গায় গোপন বৈঠকে করে।  
এন শ্রীনিবাসনকে কেন্দ্র করে দিল্লিতে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠক রীতিমত জমে উঠেছিল। শ্রীনিবাসন নিজে ঘোষণা করে করেন তিনি এই বৈঠকে সভাপতিত্ব করবেন। কিন্তু অনৈতিক উপায়ে তাঁকে সভাপতিত্ব করতে দিতে নারাজ বোর্ডে তাঁর বিরোধী গোষ্ঠী। এব্যাপারে বেশ কয়েকজন শ্রীনি ঘনিষ্ঠ কর্তাও তাঁর বিপক্ষে চলে গেছেন। তার উপর শরদ পওয়ার ও শশাঙ্ক মনোহরের ইন্ধনে বিরোধীদের শক্তিও বৃদ্ধি পেয়েছে।
আটটি ক্রিকেট অ্যাসোসিয়েশন শ্রীনিবাসনের বিপক্ষে। তার সঙ্গে জগমোহন ডালমিয়া, অনুরাগ ঠাকুর, অরুণ জেটলিরাও ভারতীয় ক্রিকেটকে পরিচ্ছন্ন করার স্বার্থে বিরোধীদের দিকেই পরোক্ষে হাত বাড়িয়ে দিয়েছেন। ফলে আরও বিপাকে পড়েছেন এন শ্রীনিবাসন। শ্রীনির বিরোধিরা ছক কষছেন মুম্বই হাইকোর্টের রিপোর্টকে হাতিয়ার করে শ্রীনিকে আটকাতে।    
এদিকে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন হুমকি দিয়েছে শ্রীনিবাসন বৈঠকে যোগ দিলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে।
তবে সব বিতর্ক, সব হুমকিকে আপাতত স্থগিত রেখে বাতিল হয়ে গেল বৈঠক।

.