প্রথম ইনিংসে এগিয়ে বাংলা, এবার পাঁচের লক্ষ্যে মনোজরা

রঞ্জি ট্রফিতে গত দুবারের চ্যাম্পিয়ন দল রাজস্থানের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড পেল বাংলা। ম্যাচ ড্র হলে তিন পয়েন্ট পাবে বাংলা। কিন্তু রবিবার ম্যাচের তৃতীয় দিনে যা ঘটল তাতে বাংলার পাঁচ পয়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হল। প্রথম ইনিংসে রাজস্থানকে ১৬১ রানে অলআউট করে, ৯৭ রানের লিড তুলে নেন মনোজরা। এরপর বাংলা সরাসরি জয় তুলে নেওয়ার লক্ষ্যে নামে।

Updated By: Nov 4, 2012, 06:10 PM IST

বাংলা:২৫৮, ১০৯/৫। রাজস্থান: ১৬১
রঞ্জি ট্রফিতে গত দুবারের চ্যাম্পিয়ন দল রাজস্থানের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড পেল বাংলা। ম্যাচ ড্র হলে তিন পয়েন্ট পাবে বাংলা। কিন্তু রবিবার ম্যাচের তৃতীয় দিনে যা ঘটল তাতে বাংলার পাঁচ পয়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হল। প্রথম ইনিংসে রাজস্থানকে ১৬১ রানে অলআউট করে, ৯৭ রানের লিড তুলে নেন মনোজরা। এরপর বাংলা সরাসরি জয় তুলে নেওয়ার লক্ষ্যে নামে। তবে ইডেনের কয়েক শো দর্শকদের হতাশ করে বাংলার ব্যাটসম্যানরা বেশ ধীরগতির ইনিংস খেলে। তৃতীয় দিনের শেষে বাংলা সব মিলিয়ে এগিয়ে ২০৬ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলার রান রেট মাত্র ২.৫৩‌!
সোমবার, ম্যাচের শেষদিনের প্রথম কয়েক ঘন্টা ব্যাট করে ২৫০ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করার কথা ভাবছে বাংলা শিবির। পিচের যা অবস্থা তাতে ৭৫ ওভার বল করা গেলেই রাজস্থানের দ্বিতীয় ইনিংস শেষ করা যাবে এমনই মনে করছেন মনোজরা। তাই বাংলা শিবির একেবারে `ফিঙার ক্রস` অবস্থায় রয়েছে।
বাংলাকে প্রথম ইনিংসে লিড এনে দেওয়ার পিছনে বড় ভূমিকা নিলেন সৌরভ সরকার। সৌরভ ৬২ রান দিয়ে নিলেন ৪ উইকেট। লক্ষ্মীরতন শুক্লাও বেশ ভাল বল করলেন। বাংলার লক্ষ্মী নিলেন ২১ রানে তিন উইকেট। ইরেশ সাক্সেনা মাত্র দু ওভার বল করার সুযোগ পেয়েই তুলে নিলেন দুই উইকেট। বাংলা বোলারদের চাপে রঞ্জি চ্যাম্পিয়ন ব্যাটসম্যানরা একেবারে কোণঠাসা দেখাল। অবশ্য এরই মধ্যে কিছুটা লড়লেন মধুর ক্ষাত্রি (৪৯)। দ্বিতীয় ইনিংসেও বাংলার ওপেনিং জুটি ব্যর্থ। প্রথম ইনিংসের হিরো শুভময় এদিন জিরো। ঋতম পোড়েল সেই শুরুটা ভাল করেও আউট হলেন। জয়জিত্‍ বসু করলেন ৪৮ রান।

.