এশিয়া প্যাসিফিক খেতাব জিতে বক্সার বিজেন্দর কী বললেন?

শনিবারই ইতিহাস গড়েছেন ভারতীয় বক্সার বিজেন্দর সিং। এশিয়া প্যাসিফিক খেতাব জিতে পেশাদার বক্সিংয়ে প্রথম খেতাব জিতেছেন তিনি। তবে, এশিয়া সেরা হয়েও অলিম্পিকের পদককেই এগিয়ে রাখছেন বিজেন্দর। আসলে অলিম্পিকের পদক যে তাঁর কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ, সেই কথা বলতে ভোলেননি ভারতের সর্বকালের সেরা বক্সারওয়েব। শনিবার ইতিহাস গড়েছেন বিজেন্দর সিং। কারণ, এশিয়া প্যাসিফিক খেতাব জিতে পেশাদার বক্সিংয়ে প্রথম খেতাব জিতেছেন তিনি।

Updated By: Jul 17, 2016, 09:30 PM IST
এশিয়া প্যাসিফিক খেতাব জিতে বক্সার বিজেন্দর কী বললেন?

ওয়েব ডেস্ক: শনিবারই ইতিহাস গড়েছেন ভারতীয় বক্সার বিজেন্দর সিং। এশিয়া প্যাসিফিক খেতাব জিতে পেশাদার বক্সিংয়ে প্রথম খেতাব জিতেছেন তিনি। তবে, এশিয়া সেরা হয়েও অলিম্পিকের পদককেই এগিয়ে রাখছেন বিজেন্দর। আসলে অলিম্পিকের পদক যে তাঁর কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ, সেই কথা বলতে ভোলেননি ভারতের সর্বকালের সেরা বক্সারওয়েব। শনিবার ইতিহাস গড়েছেন বিজেন্দর সিং। কারণ, এশিয়া প্যাসিফিক খেতাব জিতে পেশাদার বক্সিংয়ে প্রথম খেতাব জিতেছেন তিনি।

আরও পড়ুন প্রেম গোপন ভালো নাকি খুল্লামখুল্লা?

তবে এশিয়া সেরা হয়েও অলিম্পিকের পদককেই এগিয়ে রাখছেন বিজেন্দর। এশিয়া প্যাসিফিক খেতাব শনিবার ইতিহাস গড়েছেন বিজেন্দর সিং। দীর্ঘদিনের পরিশ্রমের পর এই খেতাব জিততে পেরেছেন বলে জানিয়েছেন তিনি। তবে যে কোনও খেতাবের থেকেই অলিম্পিক পদককে এগিয়ে রাখছেন বিজেন্দর।দেশের মাটিতে পাক বংশদ্ভুত লন্ডনের বক্সার আমির খানের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারেও ইঙ্গিত দিয়ে রেখেছেন।

আরও পড়ুন  শুধু লেখা নয়, বৃষ্টির রাতে শুনুন এক অন্য FM

.