বিতর্কের পর অবশেষে মনোজকে অর্জুন পুরস্কার দিচ্ছে ক্রীড়া মন্ত্রক

Updated By: Sep 17, 2014, 01:32 PM IST
বিতর্কের পর অবশেষে মনোজকে অর্জুন পুরস্কার দিচ্ছে ক্রীড়া মন্ত্রক

 

ওয়েব ডেস্ক: বিতর্কের আদালতে যাওয়ার পর অবশেষে বক্সার মনোজ কুমারকে অর্জুন পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।  কপিল দেবের নেতৃত্বে অর্জুন পুরস্কার নির্বাচন কমিটি ডোপিংয়ে জড়িত থাকার অভিযোগে মনোজ কুমারের নাম বাদ দিয়ে দেয়। কিন্তু পরে দেখা যায় মনোজ কুমারের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগের কোনও প্রমাণ নেই।

অর্জুন পুরস্কারে তালিকা থেকে অন্যায় ভাবে তাঁকে বাদ দেওয়া হয়েছে এই অভিযোগে ক্রীড়ামন্ত্রকের দ্বারস্থ হন মনোজ। বিষয়টি ক্রীড়ামন্ত্রকের নজরে আনার পর কেন্দ্রীয় ক্রীড়া সচিব ও সাই ডিরেক্টর জেনারেল তাঁকে কথা দিয়েছিলেন তাঁর নাম অন্তর্ভুক্ত করার। কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি বলে আদালতের দ্বারস্থ হন মনোজ।

২০১০ সালে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জেতেন মনোজ কুমার।

মনোজ বলেছিলেন, প্রথমত ডোপ কেলেঙ্কারির সঙ্গে আমার নাম জড়ানোর কথা ভেবে ওরা আমার ভাবমূর্তির ক্ষতি করেছে। দ্বিতীয়ত, প্রতিশ্রুতি দিয়ে পরে তা অস্বীকার করে ওরা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এটা খুবই অপমানজনক। মনোজের দাদা এবং তাঁর কোচ রাজেশ কুমার জানিয়েছেন, পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে তাঁরা মামলা রুজু করবেন।

.