বর্ষসেরার দৌড়ে জোর টক্কর চিডি- রন্টির-বেটো

চলতি মরসুমে ফুটবল প্লেয়ার্স অ্যাসোশিয়েসনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ২৩ মে। আই লিগ শেষ হওয়ার পরই এফপিএ-র পক্ষ থেকে আয়োজন করা হবে এই অনুষ্ঠানের। সূত্রের খবর, সেরা কোচের দৌড়ে রয়েছেন চার্চিল ব্রাদার্সের সুভাষ ভৌমিক-মারিয়ান ডায়াস জুটি, মরগ্যান ও ডেরেক পেরেরা। বর্ষসেরা ফুটবলারের দৌড়ে রয়েছেন চিডি, রন্টি, বেটো।

Updated By: Apr 15, 2013, 08:54 PM IST

চলতি মরসুমে ফুটবল প্লেয়ার্স অ্যাসোশিয়েসনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ২৩ মে। আই লিগ শেষ হওয়ার পরই এফপিএ-র পক্ষ থেকে আয়োজন করা হবে এই অনুষ্ঠানের। সূত্রের খবর, সেরা কোচের দৌড়ে রয়েছেন চার্চিল ব্রাদার্সের সুভাষ ভৌমিক-মারিয়ান ডায়াস জুটি, মরগ্যান ও ডেরেক পেরেরা। বর্ষসেরা ফুটবলারের দৌড়ে রয়েছেন চিডি, রন্টি, বেটো।
খুব শীঘ্রই এফপিএ-র পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কথা। এবার অনুষ্ঠান হওয়ার কথা মুম্বইয়ে। এর আগে কলকাতা, গোয়াতে হয়েছে এফপিএ-র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কয়েকদিন আগে নয়াদিল্লিতে ফিল্মস্টারদের সঙ্গে ক্রিকেটার-ফুটবলারদের ম্যাচের পর এফপিএ সিদ্ধান্ত নেয় অনুষ্ঠান হবে মুম্বইতে। ফুটবলে আগ্রহী রনবীর কাপুর, জন আব্রাহামদের আমন্ত্রণেরও ভাবনাচিন্তা রয়েছে তাঁদের। তাই মুম্বইকে বেছেছেন এফপিএ কর্তারা।

.