আত্মবিশ্বাসী ভারত

সাফ ফুটবলের গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারত বুধবার মুখোমুখি হবে শ্রীলঙ্কার। স্যাভিওর প্রশিক্ষনে যথেষ্ট ছন্দে সুনীল ছেত্রীরা। ভূটানকে বড় ব্যবধানে হারানোর পর ছন্দের সঙ্গে যোগ হয়েছে আত্মবিশ্বাসও।শ্রীলঙ্কার বিরুদ্ধে দল অপরিবর্তিত থাকছে। সেরকম ইঙ্গিত পাওয়া গেল মঙ্গলবার অনুশীলনে।

Updated By: Dec 6, 2011, 08:57 PM IST

সাফ ফুটবলের গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারত বুধবার মুখোমুখি হবে শ্রীলঙ্কার। স্যাভিওর প্রশিক্ষনে যথেষ্ট ছন্দে সুনীল ছেত্রীরা। ভূটানকে বড় ব্যবধানে হারানোর পর ছন্দের সঙ্গে যোগ হয়েছে আত্মবিশ্বাসও। শ্রীলঙ্কার বিরুদ্ধে দল অপরিবর্তিত থাকছে। সেরকম ইঙ্গিত পাওয়া গেল মঙ্গলবার অনুশীলনে।এই মুহূর্তে সেটপিস মুভমেন্টে ক্লিফোর্ড মিরিন্ডার অনবদ্য পাপফরম্যান্স । সুনীলের চোরাগতি, ড্রিবলিং আর নারির ওভার ল্যাপিং এগুলোকে হাতিয়ার করেই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে ভারত। ভুটানের বিরুদ্ধে ভারতের পাঁচ গোল এবং আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার পরাজয় ভারতের শেষ চারে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। যদিও স্যাভিও আত্মবিশ্বাসকে প্রশ্রয় দিয়ে শ্রীলঙ্কার ম্যাচকে হালকাভাবে নিতে নারাজ।

.