টানা পাঁচ ম্যাচে হার অস্ট্রেলিয়ার

ক দিন আগেও একচেটিয়াভাবে সব ম্যাচ জিতছিল অস্ট্রেলিয়া। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে একেবারে পর্যদুস্ত করার পর, ভারতকে ওয়ানডে সিরিজে ৪-১ হারায় অস্ট্রেলিয়া। কিন্তু গন্ডগোলটা শুরু হল এরপর।

Updated By: Feb 3, 2016, 06:29 PM IST
টানা পাঁচ ম্যাচে হার অস্ট্রেলিয়ার

ওয়েব ডেস্ক: ক দিন আগেও একচেটিয়াভাবে সব ম্যাচ জিতছিল অস্ট্রেলিয়া। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে একেবারে পর্যদুস্ত করার পর, ভারতকে ওয়ানডে সিরিজে ৪-১ হারায় অস্ট্রেলিয়া। কিন্তু গন্ডগোলটা শুরু হল এরপর।

ভারতের কাছে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার নিউজিল্যান্ডের কাছে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও হেরে গেলেন স্মিথরা। ভারতের কাছে সিডনি ওয়ানডে-তে হারের পর আজ অকল্যান্ডটা নিয়ে টানা পাঁচটা আন্তর্জাতিক ম্যাচে হার হল বিশ্বচ্যাম্পিয়নদের।

আজ, বুধবার অকল্যান্ড পার্কে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করে ৩০৭ রান। মার্টিন গুপ্তিল করেন ৯০ রান। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় মাত্র ১৪৮ রানে। নিউজিল্যান্ড জিতল ১৫৯ রানে।

.