ওয়াকি-টকি বিতর্কে কোহলিকে ক্লিনচিট আইসিসির

Updated By: Nov 2, 2017, 04:45 PM IST
ওয়াকি-টকি বিতর্কে কোহলিকে ক্লিনচিট আইসিসির

ওয়েব ডেস্ক: খেলা চলাকালীন ওয়াকি-টকি ব্যবহার করে ফাঁসতে ফাঁসতে বাঁচলেন বিরাট কোহলি। বিরাটকে ক্লিনচিট দিয়ে আইসিসি জানিয়েছে, অনুমতি নিয়েই ওয়াকি-টকি ব্যবহার করেছেন ভারত অধিনায়ক। 

আরও পড়ুন- অবসরের পরেই 'নির্বাচকের গালে থাপ্পড়' নেহরার

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, চিকিৎসাজনিত কোনও বিষয় কিংবা দলীয় কোনও রণকৌশলের ক্ষেত্রেই কেবল ওয়াকি-টকি ব্যবহার করা যায়। আইসিসির নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের সঙ্গে কথা বলার জন্য সহকারীরা ওয়াকি-টকি ব্যবহার করতে পারেন। খেলা চলাকালীন কোনও রকম মোবাইল ফোন কেউ ব্যবহার করতে পারবেন না। বুধবার ফিরোজ শাহ কোটলায় ওয়াকি-টকি ব্যবহারের আগে বিরাট কোহলি অনুমতি নিয়েছিলেন বলে স্পষ্ট করেছে আইসিসি। আইসিসির দুর্নীতি দমন কমিটির অনুমতি নিয়েই ওয়াকি-টকিতে কথা বলেছেন বিরাট।

আরও পড়ুন- শূন্যে শরীর ভাসিয়ে অবিশ্বাস্য ক্যাচ, হৃদয় জয় হার্দিকের 

যদিও দিল্লিতে নেহরার বিদায়ী ম্যাচে বিরাট কোহলির ওয়াকি-টকি বিতর্কে কোনও মন্তব্য করেনি বিসিসিআই। স্পিকটি নট ভারত অধিনায়ক বিরাট নিজেও। 

.