অলিম্পিকে ক্রিকেটকে ঢোকাতে চায় আইসিসি, একমাত্র বাধা BCCI

Updated By: Jul 31, 2017, 11:16 PM IST
অলিম্পিকে ক্রিকেটকে ঢোকাতে চায় আইসিসি, একমাত্র বাধা BCCI

ওয়েব ডেস্ক: বিশ্বের সর্ববৃহত ক্রীড়াক্ষেত্র অলিম্পিকে  টি-২০ ফরম্যাটে ক্রিকেটকে  অন্তর্ভুক্ত  করার ক্ষেত্রে আপত্তি জানাচ্ছে ভারত। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা চাইছে ২০২৪ সালের অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে। কিন্তু বাদ সাধছে বিসিসিআই। বিসিসিআই-এর এক সিনিয়র কর্তা জানাচ্ছেন তারা শুনেছেন আইসিসি অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড মনে করে  ক্রিকেট নন অলিম্পিক স্পোর্টস। ক্রিকেট শেষবার অলিম্পিকে খেলা হয়েছিল ১৯০০ সালে প্যরিস গেমসে। আইসিসি বিড করার পর অলিম্পিক কমিটি শর্ত দিয়েছে ক্রিকেটের সবকটা সেরা শক্তিকে প্রতিশ্রুতি দিতে হবে তারা পুরো শক্তির দল নিয়ে খেলবে। না হলে বিড গ্রাহ্য হবে না।  সেই জায়গাটাতেই ভারতের আপত্তি অলিম্পিকে ক্রিকেটের ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাড়িয়েছে। কারণ ক্রিকেট বিশ্বে ভারত এখনও সবচেয়ে বড় শক্তি। ভারতের বড় বাজারও  অলিম্পিক সংস্থার লক্ষ্য।

.