ডেভিস কাপে চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্র

বিশ্ব টেনিস খুঁজে পেল নতুন রাজা। ডেভিস কাপে স্পেনের দাদাগিরি রুখে দিয়ে চ্যাম্পিয়ন হল চেক প্রজাতন্ত্র। ১৯৯৩ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম ডেভিস কাপ জিতল চেক প্রজাতন্ত্র। ফাইনালে চেকরা ৩-২ ব্যবধানে হারল স্পেনকে।

Updated By: Nov 19, 2012, 03:34 PM IST

বিশ্ব টেনিস খুঁজে পেল নতুন রাজা। ডেভিস কাপে স্পেনের দাদাগিরি রুখে দিয়ে চ্যাম্পিয়ন হল চেক প্রজাতন্ত্র। ১৯৯৩ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম ডেভিস কাপ জিতল চেক প্রজাতন্ত্র। ফাইনালে চেক ৩-২ ব্যবধানে হারল স্পেনকে। গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলা ফাইনালের প্রথম রাউন্ডে চেক প্রজাতন্ত্রের রাদেক স্টেপানেক স্পেনের ডেভিড ফেরেরারের কাছে হেরে যান। তবে দ্বিতীয় রাউন্ডেই চেক প্রজাতন্ত্রের অধিনায়ক টমাস বারডিচ স্পেনের নিকোলাস আলমাগারোকে হারিয়ে দেন।
তৃতীয় রাউন্ডে ডাবলসে চেক প্রজাতন্ত্রের টমাস বারডিচ ও রাদাক স্টেপেনাক জুটি স্পেনের মার্সেল গ্রানোল্লেয়ারস ও মার্ক লোপেজের বিপক্ষে জয় পান। কিন্তু চতুর্থ রাউন্ডে বেয়ারডিক হেরে যান ফ্রেরারের কাছে। তখন উত্তেজক টাইয়ের ফল দাঁড়ায় ২-২। নির্ধারক ম্যাচে চেক প্রজাতন্ত্রের রাদক স্টেপানেক স্পেনের নিকোলাস আলমাগারোকে হারালে ৩-২ ব্যবধানে চেকদের জয় নিশ্চিত করে। চোট থাকায় স্পেনের হয়ে খেলতে পারেননি নাদাল।

.