ধোনি-সেওয়াগ দ্বৈরথে জেরবার বোর্ড

ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সহ-অধিনায়ক বীরেন্দ্র সেওয়াগের পরস্পর বিরোধী মন্তব্য সামলাতে রীতিমত জেরবার বিসিসিআই। প্রথমে দলের মধ্যে কোন ভাঙন নেই বলে জানালেও পরে সেই অবস্থান থেকে সরে এসেছে বোর্ড।

Updated By: Feb 23, 2012, 11:18 PM IST

ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সহ-অধিনায়ক বীরেন্দ্র সেওয়াগের পরস্পর বিরোধী মন্তব্য সামলাতে রীতিমত জেরবার বিসিসিআই। প্রথমে দলের মধ্যে কোন ভাঙন নেই বলে জানালেও পরে সেই অবস্থান থেকে সরে এসেছে বোর্ড। সংবাদমাধ্যম ও প্রাক্তন ক্রিকেটারদের চাপে ধোনি ও সেওয়াগের সঙ্গে আলাদা করে কথা বলেছে বিসিসিআই।
বোর্ড সচিব সঞ্জয় জগদালে তাঁদের কাছে জানতে চান, তাঁদের মধ্যে সত্যিই কোন বিরোধ আছে কি না। এমনকী বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের কাছেও বিষয়টি জানতে চান জগদালে। এরপর তিনি ধোনি ও সেওয়াগকে নির্দেশ দেন নিজেদের মধ্যে কথা বলে সমস্যাটি দ্রুত মিটিয়ে নিতে।
বিষয়টির গতিপ্রকৃতি যে দিকে এগোচ্ছে তাতে শুক্রবার সিডনিতে সাংবাদিক সম্মেলনে এব্যাপারে যৌথ বিবৃতি দিতে পারেন ধোনি-সেওয়াগ। এর পাশাপাশি সব ক্রিকেটারকেই জনসমক্ষে কোনও বিতর্কিত মন্তব্য করতে নিষেধ করেছে ভারতীয় বোর্ড।

.