অধিনায়কত্ব ছাড়তে নারাজ মাহি

দেশের মাটিতে পরপর দুই টেস্টে হার। চাপ ক্রমশ বাড়ছে ক্যাপ্টেন কুলের উপর। তবে দলের খারাপ সময়ে অধিনায়কত্বের দায়িত্ব ছাড়তে নারাজ মহেন্দ্র সিং ধোনি। সিরিজ হারের মুখে ভারত। দলের খারাপ সময়ে অধিনায়কত্বের দায়িত্ব থেকে মোটেও সরে দাঁড়াতে রাজি নন মাহি। ইডেনে হারের পর তিনি জানিয়েছেন কঠিন সময়ে অধিনায়কত্ব করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাঁর কাছে।

Updated By: Dec 9, 2012, 07:05 PM IST

দেশের মাটিতে পরপর দুই টেস্টে হার। চাপ ক্রমশ বাড়ছে ক্যাপ্টেন কুলের উপর। তবে দলের খারাপ সময়ে অধিনায়কত্বের দায়িত্ব ছাড়তে নারাজ মহেন্দ্র সিং ধোনি। সিরিজ হারের মুখে ভারত। দলের খারাপ সময়ে অধিনায়কত্বের দায়িত্ব থেকে মোটেও সরে দাঁড়াতে রাজি নন মাহি। ইডেনে হারের পর তিনি জানিয়েছেন কঠিন সময়ে অধিনায়কত্ব করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাঁর কাছে।
বিদেশের মাটিতে খারাপ পারফরম্যান্সের পর এবার দেশের মাটিতেই একই হাল সচিন, ধোনিদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কোচ ডানকান ফ্লেচারকে নিয়েও। তবে কোচের পাশেই দাঁড়াচ্ছেন মাহি। ইডেনে হারের জন্য কালকে সেওয়াগের মত ব্যাটসম্যানদেরই দায়ী করলেন ভারত অধিনায়ক। তাঁর মতে, প্রথম ইনিংসে আরও বেশি রান করা উচিত ছিল তাঁদের। একইসঙ্গে তিনি যে পেসারদের পারফরম্যান্সে খুশি নন, তাও স্পষ্ট করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

.