চাইনিজ সুপার লিগের ব্রান্ড অ্যাম্বাসাডার হলেন মারাদোনা

চাইনিজ সুপার লিগের মুখ হচ্ছেন দিয়েগো মারাদোনা। হাইপ্রোফাইল এই লিগের ব্রান্ড অ্যাম্বাসাডার হলেন ফুটবলের রাজপুত্র। কোটি কোটি টাকা খরচ করে তাগ লাগিয়ে দিয়েছে চাইনিজ সুপার লিগের সব ক্লাব। (ন্যু ক্যাম্পে ইতিহাস, প্যারিস সাঁজাঁকে ৬-১ গোলে দুরমুশ করল বার্সা)

Updated By: Mar 10, 2017, 11:02 PM IST
 চাইনিজ সুপার লিগের ব্রান্ড অ্যাম্বাসাডার হলেন মারাদোনা

ব্যুরো: চাইনিজ সুপার লিগের মুখ হচ্ছেন দিয়েগো মারাদোনা। হাইপ্রোফাইল এই লিগের ব্রান্ড অ্যাম্বাসাডার হলেন ফুটবলের রাজপুত্র। কোটি কোটি টাকা খরচ করে তাগ লাগিয়ে দিয়েছে চাইনিজ সুপার লিগের সব ক্লাব। (ন্যু ক্যাম্পে ইতিহাস, প্যারিস সাঁজাঁকে ৬-১ গোলে দুরমুশ করল বার্সা)

ইতিমধ্যে এই লিগে খেলতে দেখা যাচ্ছে তেভেজ, অস্কার, রামিরেজস লাভেজ্জির মতো ফুটবলার। কোচের ভূমিকায় বিভিন্ন ক্লাবের দায়িত্বে রয়েছেন স্কোলারি, পেলিগ্রিনিরা। এবরা এই লিগের মুখ হলেন মারাদোনা। এক বিবৃতিতে মারাদোনা বলেছেন এশিয়ার এই দেশে কাজ করার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত। (কনফেডারেশন কাপ জিতে নজির গড়তে চান রোনাল্ডো)

.