সব হিসাব চুকিয়ে সেরার সেরা জোকার, অধরা মাধুরি ছোঁয়া হল না নাদালের

টেনিস বিশ্বে ফিরল জোকার রাজ। রাফায়েল নাদালের রাজকীয় প্রত্যাবর্তনে তাজ খোয়ানো নোভাক জকোভিচ বছরের শেষ বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন। লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে বিশ্বের এক নম্বর রাফায়েল নাদালকে ৬-৩, ৬-৪ হারিয়ে সেরার সেরা মঞ্চে নিজেকে প্রমাণ করলেন এই সার্বিয়ান তারাকা।

Updated By: Nov 12, 2013, 03:35 PM IST

টেনিস বিশ্বে ফিরল জোকার রাজ। রাফায়েল নাদালের রাজকীয় প্রত্যাবর্তনে তাজ খোয়ানো নোভাক জকোভিচ বছরের শেষ বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন। লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে বিশ্বের এক নম্বর রাফায়েল নাদালকে ৬-৩, ৬-৪ হারিয়ে সেরার সেরা মঞ্চে নিজেকে প্রমাণ করলেন এই সার্বিয়ান তারাকা।
অন্যদিকে, চোট সারিয়ে ফিরে এসে উইম্বলডনের ব্যর্থতা ঘুঁচিয়ে প্রথমে ফরাসি ওপেন, তারপর ইউ এস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে প্রত্যাবর্তনে একেবারে সাফল্যের চূড়ায় উঠে যাওয়া নাদালের বছরের শেষটা মধুর হল না।
সেই সঙ্গে এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে খেতাব জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল নাদালের। নিজের টেনিস কেরিয়ারে উইম্বলডন, ফরাসি ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউ এস ওপেন, ডেভিস কাপ ও অলিম্পিক সোনা সবই জিতেছেন, কিন্তু সেরার সেরা মঞ্চ এটিপি ওয়ার্ল্ড ট্যুরের মঞ্চে শিরোপা অধরাই থাকল রাফার। ইন্ডোর হার্ডকোর্টে আয়োজিত এই বিশ্বসেরা প্রতিযোগিতায় নাদাল কেন সাফল্য পাচ্ছেন না তা নিয়ে শুরু হবে বিতর্ক।

২০০৯ সালে ফরাসি ওপেন জয়ের আগে ফেডেরারকে নিয়ে যে আলোচনাটা হতো ১৩ টা গ্র্যান্ডস্লাম জেতা নাদালকে নিয়ে ঠিক সেই আলোচনাটাই শুরু হল। প্রসঙ্গত, একমাত্র আন্দ্রে আগাসি ছাড়া টেনিস বিশ্বে আর কেউ একই সঙ্গে চারটে গ্রান্ডস্লাম চ্যাম্পিয়ন, অলিম্পিক সোনা, ডেভিস কাপ আর এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়তে পারেননি। এবার সেই সুযোগ ছিল নাদালের কাছে

গতবারও এই ট্যুরের সেরা আট খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় গতবারও চ্যাম্পিয়ন হয়েছিলেন জকোভিচ। সেবার জোকার হারিয়েছিলেন রজার ফেডেরারকে। এবার ইউএস ওপেনের ফাইনালে নাদালের কাছে হেরে টানা ২২ ম্যাচে জয়ের রেকর্ড ভেঙেছিল জোকারের। সেই প্রতিশোধটাই তিনি নিলেন।
প্রসঙ্গত, চলতি বছর চারটে গ্রান্ডস্লামের ফাইনালেই খেলেছিলেন জকোভিচ। চ্যাম্পিয়ন হয়েছিলেন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে। উইম্বডলডনের ফাইনালে হেরেছিলেন অ্যান্ডি মারের কাছে, ফরাসি ও ইউএস ওপেনে হেরেছিলেন নাদালের কাছে। বছরের শেষে সব হিসাব চুকিয়ে সেরার সেই হলেন সেরা জোকার।
অন্যদিকে, প্রতিযোগিতার ডাবলসে কিংবদন্তি ব্রায়ান ভাইদের ভাইদের হারিয়ে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদালের দেশের ফার্নান্দো ভার্দাস্কো-ডেভিড মারেরো জুটি।

.