ধোনিদের নিয়মরক্ষার কুড়ির আসরে ভরবে না ইডেন!

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচটি নিয়মরক্ষার হয়ে পড়ায় মাঠ ভরানো সিএবির কাছে রীতিমত দায় হয়ে পড়েছে। সিএবি কর্তারাই বলছেন, খুব বেশি হলে ৪৫ হাজার দর্শক হতে পারে।

Updated By: Oct 6, 2015, 10:55 PM IST

ওয়েব ডেস্ক: ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচটি নিয়মরক্ষার হয়ে পড়ায় মাঠ ভরানো সিএবির কাছে রীতিমত দায় হয়ে পড়েছে। সিএবি কর্তারাই বলছেন, খুব বেশি হলে ৪৫ হাজার দর্শক হতে পারে।
                  
কটকের বারবাটি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন দর্শকদের বিশৃঙ্খলার জন্য খেলা বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছিল। সেকারনে এই বিশৃঙ্খলা রুখতে কলকাতা পুলিস ইডেন ম্যাচে চার স্তরীয়  নিরাপত্তার ব্যবস্থা করেছে। গ্যালারির নীচের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে শহরে এসে গেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা দল। কোনও দলই এদিন অনুশীলন করেনি। হোটেলে হাল্কা জিম করেন ভারতীয় ক্রিকেটাররা। এদিকে সোমবার রাতে  সিএবির যুগ্মসচিব পদ থেকে ইস্তফা দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। আগামী ১৫ অক্টোবর এসজিএমে সরকারি ভাবে সভাপতি পদে বসবেন সৌরভ।

Tags:
.