ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ রাতে আইসল্যান্ডের মুখোমুখি ইংল্যান্ড

ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ রাতে আইসল্যান্ডের মুখোমুখি ইংল্যান্ড। তারকাদের ভিড় থাকলেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না রয় হজসন ব্রিগেড। শক্তির বিচারে আজ রাতের ম্যাচে এগিয়ে থাকলেও সতর্ক ইংল্যান্ড কোচ।

Updated By: Jun 27, 2016, 08:41 PM IST
ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ রাতে আইসল্যান্ডের মুখোমুখি ইংল্যান্ড

ওয়েব ডেস্ক: ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ রাতে আইসল্যান্ডের মুখোমুখি ইংল্যান্ড। তারকাদের ভিড় থাকলেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না রয় হজসন ব্রিগেড। শক্তির বিচারে আজ রাতের ম্যাচে এগিয়ে থাকলেও সতর্ক ইংল্যান্ড কোচ।

সোমবার রাতে শেষ প্রি-কোয়ার্টার ফাইনালে আইসল্যান্ডের মুখোমুখি ইংল্যান্ড। চাপের পাহাড় নিয়ে নক আউটের ম্যাচে নামছে থ্রি লায়ন্স। তারকাদের ভিড়ে এবারের ইংল্যান্ডকে নিয়ে আশায় বুক বেধেছেন সে দেশের সমর্থকরা। তবে গ্রুপ লিগে প্রত্যাশার ধারে কাছে খেলতে পারেননি রুনি অ্যান্ড কম্পানি। প্রতি ম্যাচে দল নিয়ে পরীক্ষা করেছেন রয় হজসন। তবে ফল আসেনি। ইউরোয় নক আউটে খেলা গড়িয়ে গেলেও নিজের দলের সেরা একাদশ কী সেই নিয়ে এখনও ধাঁধায় রয়েছেন সাহেব কোচ। আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পুরনো ফর্মেশনে ফিরবেন রুনিদের হেড স্যার। প্রথম একাদশে ফিরছেন রুনি, কেন, স্টার্লিংরা। বেঞ্চে ফিরছেন ভার্ডি। সোমবারের ম্যাচটা তার কোচিং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সেটা জানেন হজসন। দুই দলে ভারসাম্যের বিচারে অবশ্য বেশ কিছুটা এগিয়ে হংল্যান্ড। কোনও প্রতিযোগিতামুলক টুর্নামেন্টে এই প্রথম মুখোমুখি হচ্ছে এই দুই দেশ। অতীতে দুবারের সাক্ষাতে দুবারই জিতেছে ইংল্যান্ড।

আরও পড়ুন  তুমি রোজারিওর, তুমি বার্সার, তুমি কলকাতার, ওসব কথা মানি না যুবরাজ, জানি তুমি শুধু আমার

.