ইউরোয় আজ গ্রুপ অফ ডেথের শেষ লড়াই

গ্রুপ অফ ডেথ থেকে চ্যাম্পিয়ন হয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ জার্মানির সামনে। আজ রাতে ডেনমার্কের মুখোমুখি হচ্ছে জার্মানরা। প্রথম দুই ম্যাচে হেভিওয়েট পর্তুগাল আর নেদারল্যান্ডকে হারিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে জোয়াকিম লো-র দল।

Updated By: Jun 17, 2012, 11:40 AM IST

গ্রুপ অফ ডেথ থেকে চ্যাম্পিয়ন হয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ জার্মানির সামনে। আজ রাতে ডেনমার্কের মুখোমুখি হচ্ছে জার্মানরা। প্রথম দুই ম্যাচে হেভিওয়েট পর্তুগাল আর নেদারল্যান্ডকে হারিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে জোয়াকিম লো-র দল। ডেনমার্কের সঙ্গে ড্র করলেই পরের রাউন্ডে চলে যাবে তারা। গ্রিসের কাছে রাশিয়ার হেরে বিদায় নেওযার পর অবশ্য সতর্ক থাকতে চাইছে জার্মানি। কিছুটা বাধ্য হয়েই দলে পরিবর্তন আনতে চাইছেন জার্মানি কোচ। দুটো হলুদ কার্ড দেখায় ডেনমার্কের বিরুদ্ধে খেলতে পারবেন না বোয়েটাঙ। তাঁর জায়গায় খেলতে পারেন হাওডেস। ডেনমার্কের বিরুদ্ধে জার্মানির হয়ে শততম ম্যাচ খেলতে নামছেন পোডোলস্কি। বায়ার্ন স্ট্রাইকার মারিও গোমেজের ফর্মে বেশ স্বস্তিতে জার্মান কোচ। ডেনমার্কেরও কাছেও ইউরোর কোয়ার্টারে যাওয়ার সুযোগ থাকছে। তাই ফেভারিট জার্মানির বিরুদ্ধে একটা মরিয়া লড়াই দিতে চায় ওলসেনের দল। আগের ম্যাচে দুরন্ত লড়েও পর্তুগালের কাছে হারতে হয়েছিল তাদের। জার্মানির বিরুদ্ধে অবশ্য জিতেই মাঠ ছাড়তে চাইছেন ড্যানিশরা। চোটের জন্য জার্মানির বিরুদ্ধে খেলতে পারবেন না মিডফিল্ডার রোমেডাল। অনিশ্চিত তারকা ফুটবলার জিমলিংও। ডেনমার্ক কোচের ভরসা বলতে গোলের মধ্যে থাকা বেন্টনার। জার্মানির বিরুদ্ধে শেষ তিনটে সাক্ষাতে দুটোতেই জিতেছে ডেনমার্ক। যা মেগা ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে ড্যানিশ শিবিরে।`

অন্যদিকে গ্রুপ অফ ডেথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচে রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে খেলতে নামছে ডাচরা। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার জন্য নেদারল্যান্ডসের কাছে শেষ সুযোগ। ইউরোর প্রথম দুটো ম্যাচেই হারতে হয়েছে বিশ্বকাপের রানার্স ডাচদের। জোড়া হার, দলের ফুটবলারদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব-সবমিলিয়ে পর্তুগালের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ চাপে নেদারল্যান্ডস কোচ মার উইক। দুটো ম্যাচ হারলেও, এখনও শেষ আটে যাওযার সুযোগ থাকছে রবেনদের সামনে। অন্য ম্যাচে ডেনমার্ক যদি জার্মানির কাছে হেরে যায়, সেক্ষেত্রে পর্তুগালকে দু গোলে হারালেই পরের রাউন্ডে চলে যাবে ডাচরা। তাই সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া স্নেইডাররা। পর্তুগালের বিরুদ্ধে দলে বেশ কয়েকটি পরিবর্তন আনছেন ডাচ কোচ। আক্রমনভাগে ভ্যান পার্সির পাশে খেলবেন সম্ভবত হান্টেলার।মাঝমাঠে আসতে পারেন ভ্যান ডার ভার্ট। জার্মানির বিরুদ্ধে হারলেও, দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল খেলেছিলেন রবেন, স্নেইডাররা। রবিবার রাতে সেই পারফরম্যান্সেরই পুনরাবৃত্তি চাইছেন ডাচ কোচ। চাপ কমাতে দলের ফুটবলারদের কাছে দ্রুত গোল চাইছেন তিনি। কেননা সেক্ষেত্রে ডাচদের সেরা খেলাটা বেরিয়ে আসবে। রবেনদের টক্কর দিতে প্রস্তুত পাওলো বেন্টোর পর্তুগালও। কেননা পর্তুগিজদের সামনেও কোয়ার্টারে যাওয়ার সুযোগ থাকছে। তাছাড়া ডাচদের বিরুদ্ধে সেরা একাদশ হাতে পাচ্ছেন পর্তুগাল কোচ। আগের ম্যাচে পর্তুগাল জিতলেও,চেনা ছন্দে পাওয়া যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ডাচদের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করতে মরিয়া রিয়ালের সুপারস্টার। পরিসংখ্যান বলছে, ডাচদের বিরুদ্ধে পর্তুগালের রেকর্ড এককথায় অসাধারণ। ১৯৯১-এর পর আর হারেনি তারা। অন্যদিকে শেষ ৯টা আন্তর্জাতিক ম্যাচে মাত্র ৩ টেতে জিতেছে নেদারল্যান্ডস। তাতে অবশ্য বিন্দুমাত্র বিচলিত নন ডাচ কোচ। রবেন,স্নেইডারদের উপর ভরসা রেখে মার উইক বলছেন, তাঁর দল জানে বড় ম্যাচে কিভাবে জ্বলে উঠতে হয়।

.