আর কতটা গম্ভীর হলে গৌতমকে খেলানো যায়! প্রশ্ন ক্রিকেট সমালোচকদের

সাউদাম্পটনে ভারতের বিশাল ব্যবধানে হার ধোনিবাহিনীর আত্মবিশ্বাস একটু হলেও খামতি দেখা দিতে পারে। গত টেস্টে প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানদের খারাপ পারফরমেন্স নিয়ে মুখ খুলেছে ক্রিকেট সমালোচকরা। তবুও ধোনির মেজাজ ফুরফুরে! ম্যানচেস্টারে নামার আগে কোনও টেনশন নিতে চাননা কুল অধিনায়ক।  ক্রিকটে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, শিখর ধাওয়ানের পারফরমেন্স নিয়ে। পরিবর্তে তাঁরা চাইছেন রিজার্ভ বেঞ্চে বসে থাকা অর্ধশত টেস্ট খেলা গৌতম গম্ভীরকে। তাতে ওপেনিং জুটিতে বাঁহাতি সমন্বয়ও ভাঙছেনা, ভাগ্য ঠিক থাকলে ধাওয়ানের ক্ষরা কাটিয়ে উঠতে পারে গম্ভীর। বলা যেতে পারে এই মুহূর্তে গম্ভীরকে খেলানো হল  সাপও মরল, লাঠিও ভাঙল না।

Updated By: Aug 6, 2014, 09:13 PM IST
আর কতটা গম্ভীর হলে গৌতমকে খেলানো যায়! প্রশ্ন ক্রিকেট সমালোচকদের

ওয়েব ডেস্ক: সাউদাম্পটনে ভারতের বিশাল ব্যবধানে হার ধোনিবাহিনীর আত্মবিশ্বাস একটু হলেও খামতি দেখা দিতে পারে। গত টেস্টে প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানদের খারাপ পারফরমেন্স নিয়ে মুখ খুলেছে ক্রিকেট সমালোচকরা। তবুও ধোনির মেজাজ ফুরফুরে! ম্যানচেস্টারে নামার আগে কোনও টেনশন নিতে চাননা কুল অধিনায়ক।  ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, শিখর ধাওয়ানের পারফরমেন্স নিয়ে। পরিবর্তে তাঁরা চাইছেন রিজার্ভ বেঞ্চে বসে থাকা অর্ধশত টেস্ট খেলা গৌতম গম্ভীরকে। তাতে ওপেনিং জুটিতে বাঁহাতি সমন্বয়ও ভাঙছেনা, ভাগ্য ঠিক থাকলে ধাওয়ানের ক্ষরা কাটিয়ে উঠতে পারে গম্ভীর। বলা যেতে পারে এই মুহূর্তে গম্ভীরকে খেলানো মানে  সাপও মরল, লাঠিও ভাঙল না।

ইংল্যান্ড সফরে তিনটি টেস্টে কোনও বড় রান পাননি শিখর ধাওয়ান। প্রায় প্রত্যেক ইনিংসে ভারত প্রথম উইকেট খুঁইছে ধাওয়ানকে দিয়ে। তাও আবার ৫০-র গন্ডি না পেরিয়ে। চতুর্থ টেস্টে প্রথম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলে বড় রানের পার্টনারশিপ দরকার। সেক্ষেত্রে শিখর ধাওয়ানের উপর টিম ইন্ডিয়া কতটা ভরসা করতে পারবে সংশয় রয়েছে।

ম্যানচেস্টারে তাপমাত্রা এমনিতেই ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস। মাঝের মধ্যে মেঘলা আবহাওয়া। সারাক্ষণ হাল্কা হাওয়া বইছে। ইংল্যান্ডের ফাস্ট বোলাররা এই আবহাওয়াকে কাজে লাগাবেই। প্রথমদিকে অ্যান্ডরসন, ব্রডদের সুয়িং কামালে হিমশিম খেতে পারে ভারতীয় ব্যাটসম্যানরা। সেক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন, ওপেনিং পার্টনারশিপে বড় রান পেতে গেলে গৌতম গম্ভীরকে খেলানো খুবই দরকার। কারণ শিখর ধাওয়ানের থেকে গম্ভীর ইংল্যান্ডের আবহাওয়ায় সুয়িংটা ভাল খেলবেন। তবে বলাবাহুল্য ইংল্যান্ড সফরে গম্ভীরের পারফরমেন্স খুব একটা ভাল নেই। ২০১১ তে মাত্র তিনটি টেস্টে ১০২ রান করেন। তবে ইংল্যান্ড সফরে ওয়ার্ম ম্যাচে লেইসের বিরুদ্ধে ৫৪ রান অনেকখানি আত্মবিশ্বাস জোগাতে পারে। এককথায় চতুর্থ টেস্ট জিততে হলে অধিনায়ক ধোনিকে রিস্ক নিতেই হবে ধাওয়ান না গম্ভীর!

 

.