বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বদলা নিয়ে 'দুধের স্বাদ ঘোলে মেটাল' আর্জেন্টিনা

Updated By: Sep 4, 2014, 01:50 PM IST
বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বদলা নিয়ে 'দুধের স্বাদ ঘোলে মেটাল' আর্জেন্টিনা

আর্জেন্টিনা (৪) জার্মানি (২)

ওয়েব ডেস্ক: দুধের স্বাদ ঘোলে হলেও মিটল। বিশ্বকাপ ফাইনালে হারের ঘায়ে মলম লাগাল আর্জেন্টিনা। প্রীতি ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে দিল তাতা মার্তিনোর আর্জেন্টিনা। মেসি হীন আর্জেন্টিনার এই জয়ের নায়ক অ্যাঞ্জেল দি মারিয়া। চোটের কারণ বিশ্বকাপ খেলতে পারেননি মারিয়া, সেই আক্ষেপটা পুষিয়ে নিতে যেন নিজেকে উজাড় করে দিলেন। একটা গোল নিজে করলেন, বাকি তিনটে গোলে অবদান রাখলেন রেকর্ড পরিমাণ অর্থে  ৮ কোটি ৪০ লাখ ইউরোতে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া মারিয়া। সঙ্গে বুঝিয়ে দিলেন বিশ্বকাপের ফাইনালে তিনি থাকলে হয়তো আর্জেন্টিনার সমর্থকদের আর কাঁদতে হত না। সেই ফাইনালে অবিশ্বাস্য গোল মিস করেন পালাসিও।

বিশ্বকাপে ফ্লপ সার্জিও আগুয়েরোও এদিন গোল পেলেন। ম্যাচের ২০ মিনিটের মাথায়ই জার্মানীর জালে বল পাঠান সার্জিও আগুয়েরো। ৪০ মিনিটের মাথায় এরিক লামেলার গোলে প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। দু'টি গোলেই অবদান রাখেন মারিয়া।
 
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো ডি মারিয়ার ফ্রি কিক থেকে গোল করেন ফ্রেডেরিকো ফার্নান্দেজ। ৫০ মিনিটের মাথায় গোল করেন ডি মারিয়া নিজে। ব্যবধান হয় ৪-০।
 
পরে অবশ্য আঁন্দ্রে শুরলে ও বিশ্বকাপ ফাইনালের গোলদাতা মারিও গোটজের ২ গোল পরাজয়ের ব্যবধান কমিয়েছে জার্মানী ।
 
গতকালের ম্যাচ দিয়ে আর্জেন্টিনার কোচ হিসেবে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হল কোচ জেরার্দো মার্তিনোর। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ডি মারিয়াকে বর্তমান বিশ্বের সেরা পাঁচ খেলোয়াড়ের একজন বলে ধরে নিতে বললেন তিনি।

৭ তারিখ স্কটল্যান্ডের বিরুদ্ধে জার্মানি প্রাক ইউরো ম্যাচ খেলতে নামবে৷ তার আগে বিশ্বচ্যাম্পিয়নদের আত্মতুষ্টি ঝেড়ে ফেলার বার্তা দিয়ে রাখল আর্জেন্টিনা।
অন্যদিকে, বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে নরওয়েকে ‍১-০ গোলে হারল ইংল্যান্ড।

Germany (4-2-3-1): Neuer (Weidenfeller h-t); Grosskreutz, Ginter, Höwedes (Rudiger 77), Durm; Kroos (Rudy 71), Kramer; Schürrle (Müller 57), Reus, Draxler (Podolski 33), Gömez (Götze 57).
Subs: Hummels, Boateng, Zieler.
Goals: Schürrle 52, Götze 78.
Booked: Draxler, Podolski.

Argentina (4-2-3-1): Romero (Andujar 80); Zabaleta (Campagnaro 77), Demichelis, Fernández, Rojo; Biglia, Mascherano; Lamela (Gago 70), Di María (Alvarez 86), Pérez (A Fernández h-t); Agüero (Gaitin 83).
Subs Higuaín, Basanta, Lavezzi.
Goals: Agüero 20, Lamela 40, Fernández 47, Di María 50.
Booked: Demichelis.

Referee: B Kuipers (Holland).

 

 

.