জন্মদিনে জেনে নিন আন্দ্রে রাসেল সম্পর্কে তিনটি অজানা তথ্য

আপনি কি কলকাতা নাইট রাইডার্সের খুব ভক্ত? তাহলে নিশ্চয়ই খুব পছন্দ করেন কেকেআরের অন্যতম ম্যাচ উইনিয়ার আন্দ্রে রাসেলকে। আজ ২৯ এপ্রিল। আপনার প্রিয় ক্রিকেটারের জন্মদিন। রাসেলকে শুভেচ্ছা তো জানাবেনই। পাশাপাশি জেনে নিন, রাসেল সম্পর্কে তিনটি  অজানা তথ্য।

Updated By: Apr 29, 2016, 06:13 PM IST
জন্মদিনে জেনে নিন আন্দ্রে রাসেল সম্পর্কে তিনটি অজানা তথ্য

ওয়েব ডেস্ক : আপনি কি কলকাতা নাইট রাইডার্সের খুব ভক্ত? তাহলে নিশ্চয়ই খুব পছন্দ করেন কেকেআরের অন্যতম ম্যাচ উইনিয়ার আন্দ্রে রাসেলকে। আজ ২৯ এপ্রিল। আপনার প্রিয় ক্রিকেটারের জন্মদিন। রাসেলকে শুভেচ্ছা তো জানাবেনই। পাশাপাশি জেনে নিন, রাসেল সম্পর্কে তিনটি  অজানা তথ্য।

১) কলকাতা নাইট রাইডার্সে খেলার আগে রাসেল আইপিএলে খেলতেন দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে। তাঁকে সাড়ে চার লক্ষ ডলার দিয়ে দলে নিয়েছিল দিল্লি।

২) আন্দ্রে রাসেল একজন অলরাউন্ডার শুধু ক্রিকেট মাঠেই নন। জীবনের অন্য অনেক ক্ষেত্রেও তিনি অলরাউন্ডারই বটে। তাই তো রাসেল ২০১৪ সাল থেকে রেকর্ডিং আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেছেন ড্রি রাস নামে।

৩) আন্দ্রে রাসেল পাকিস্তান প্রিমিয়র লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে থেলেন। প্রথমবার দলকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা ছিল তাঁর। একাই নিয়েছিলেন ১৬ টি উইকেট।

 

.