'মাহি, ক্রিস গেইলের মতো বাহুবলী নই, তাই টাইমিং-ই ভরসা বড় রানের ক্ষেত্রে!'

সিনিয়র খেলোয়াররা ছুটিতে থাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। সিরিজের প্রথম ম্যাচে ধর্মশালায় শোচনীয় ভাবে হারের পর বুধবার মোহালিতে ছিল মরণ-বাঁচন লড়াই। শুরু থেকে তাই ভারত ছিল আক্রমণাত্মক। প্রথমে শিখর ধাওয়ানকে সঙ্গে নিয়ে ও পরে নবাগত শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বেঁধে ভারত ৫০ ওভারে ৩৯২ রানের বিশাল ইনিংস খেলে। রোহিতের ব্যক্তিগত রান ২০৮ অপরাজিত।

Updated By: Dec 14, 2017, 08:35 PM IST
'মাহি, ক্রিস গেইলের মতো বাহুবলী নই, তাই টাইমিং-ই ভরসা বড় রানের ক্ষেত্রে!'

নিজস্ব প্রতিবেদন : একদিনের ক্রিকেটে তিনটি ডবল সেঞ্চুরি করে ইতিমধ্যেই বিশ্বরেকর্ড করেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এবার নিজের সেই রেকর্ডের পিছনে থাকা আসল রহস্য নিজেই সামনে আনলেন বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত। বুধবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ডবল সেঞ্চুরিটি করেন এই ওপেনার। ১২টি ছয় ও ১৩টি চারে সাজানো ২০৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রোহিত। খেলার শেষে কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলাপচারিতায় উঠে এল সেই রহস্যের কথা। বললেন, ''মহেন্দ্র সিং ধোনি বা ক্রিস গেলের মতো পাওয়ার হিটার আমি নই। তাই টাইমিং-এর ওপরই নির্ভর করে আমায় খেলতে হয়।''

আরও পড়ুন- মোহালিতে 'রো-হিট' শো, ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত

সিনিয়র খেলোয়াররা ছুটিতে থাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। সিরিজের প্রথম ম্যাচে ধর্মশালায় শোচনীয় ভাবে হারের পর বুধবার মোহালিতে ছিল মরণ-বাঁচন লড়াই। শুরু থেকে তাই ভারত ছিল আক্রমণাত্মক। প্রথমে শিখর ধাওয়ানকে সঙ্গে নিয়ে ও পরে নবাগত শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বেঁধে ভারত ৫০ ওভারে ৩৯২ রানের বিশাল ইনিংস খেলে। রোহিতের ব্যক্তিগত রান ২০৮ অপরাজিত।

তিনি বলেন, ''আমি মাহি(মহেন্দ্র সিং ধোনি) বা ক্রিস গেইলের মতো বাহুবলী নই। তাই বাউন্ডারি বা ওভার বাউন্ডারির ক্ষেত্রে নির্ভর করতে হয় নিখুত টাইমিং-এর ওপর।''

প্রসঙ্গত, এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের দুটি ইনিংস রয়েছে রোহিতের।

.