৯৪ রানে অল আউট, ইনিংস ও ২৪৭ রানে হেরে লজ্জার হারের বৃত্ত সম্পূর্ণ ধোনিদের

লজ্জা, লজ্জা, লজ্জা।

Updated By: Aug 17, 2014, 09:43 PM IST
৯৪ রানে অল আউট, ইনিংস ও ২৪৭ রানে হেরে লজ্জার হারের বৃত্ত সম্পূর্ণ ধোনিদের

-------------------------------------------------------------------------------------------------------------

পার্থ প্রতিম চন্দ্র

ভারত-১৪৮, ৯৪
ইংল্যান্ড-৪৮৬

লজ্জা, লজ্জা, লজ্জা। কতবার লজ্জা লিখলে ইংল্যান্ডের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনিদের হারকে বর্ণনা করা যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্বাধীনতা দিবসের দিন শুরু হওয়া
ওভাল টেস্টে এক ইনিংস ২৪৪ রানে হারল ভারত। দ্বিতীয় ইনিংস ভারত অল আউট হল মাত্র ৯৪ রানে।

আড়াই দিনেই সাঙ্গ হল ধোনিদের প্রতিরোধ। অবশ্য এটাও কথা যেভাবে ধোনিরা হারলেন সেখানে প্রতিরোধ কথাটা বলা ঠিক হবে কি না।  পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত হারল ১-৩। গতবার ০-৪ সিরিজ হারের শাপ থেকে উদ্ধার হওয়া হল না ভারতীয় ক্রিকেটের। বরং প্রশ্ন উঠে গেল ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত নিয়ে।

এদিন অ্যান্ডারসন-ব্রডরা ভারতের দ্বিতীয় ইনিংস শেষ করে দেয় মাত্র ২৯ ওভার বা একটা সেশনের মধ্যেই। জিম্বাবোয়ের সঙ্গে টেস্ট খেলে স্টেইনরাও যেটা করেত পারেননি। ওভালের দ্বিতীয় ইনিংস মাত্র তিন ভারতীয় দুই অঙ্কের রান করেন। ধোনি শূন্য রানে আউট হন। বাকিদের স্কোরগুলো মোবাইল নম্বরের মত। বিজয় ২, গম্ভীর ৩,রাহানে ৪, অশ্বিন ৭, ভুবনেশ্বর কুমার ৪, বরুন অ্যারন ১, ইশান্ত শর্মা ২। সর্বোচ্চ স্কোর স্টুয়ার্ট বিন্নি (২৫)-র। কোহলি (২০) সিরিজের শেষ ইনিংসেও ডোবালেন। দ্বিতীয় ইনিংসে জর্ডন নিলেন ৪ উইকেট।

ভারতীয় দলের বিদেশ সফরে ব্যর্থতা কবে শেষ হবে কেউ জানে না। ক দিন বেশ কাটছেঁড়া চলবে। তারপর সব চুপচাপ হয়ে যাবে। দেশের মাটিতে সাফল্য এসে সব ঢেকে দেবে। তারপর আসবে আইপিএল। গাদাগাদা চার ছয়ে থাকবে এসব ভুলে যাওয়ার টনিক। বিদেশে শূন্যতা দেখা অভ্যাস হয়ে গিয়েছে..আরও অভ্যাস করে নিন।

এত কথা বলতে গিয়ে বলা হল না ধোনি আবার একটা রেকর্ড করে ফেলেছেন। অধিনায়ক ধোনি বিদেশের মাটিতে বিশ্বের সবচেয়ে বেশি টেস্ট হারার লজ্জার রেকর্ড গড়েলন। ওভালের পর ধোনিকে এখন আজীবন শুনতে হবে, তুমি দু দুটো বিশ্বকাপ জিততে পারো, কিন্তু আসল জায়গায় তুমি সবচেয়ে খারাপ রেকর্ডটা করে বসে আছো। সে তুমি যতই আইপিএলে সেঞ্চুরি কর ব্যাটসম্যানদের আসল মূল্যায়ন হয় যেমন টেস্টে ব্যাটিং গড় দেখে। তেমনই বিশ্ব ক্রিকেটে অধিনায়কের দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী বাটখারাটা হল বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ। সেখানেই বিগ জিরো ধোনি। এখন প্রশ্ন টেস্টেকে কী অধিনায়ক ধোনির বিদায় ঘণ্টা বাজতে চলেছে! যদিও বিদেশের মাটিতে সাত টেস্টে টানা হারের পর যখন হয়নি তখন..তা ছাড়া এখন আবার ধোনির পক্ষে যুক্তি হিসাবে আসবে লর্ডসে জয়ের প্রসঙ্গ।  বিদেশের মাটিতে ধোনি হারলেন ১৪টা টেস্ট। লারা, ফ্লেমিংয়ের ১৩ টেস্ট হারের রেকর্ড ভাঙল। বিদেশের মাটিতে ধোনির নেতৃত্বে ভারত টেস্ট জিতেছে মাত্র ৬টা।

 

বিদেশের মাটিতে অধিনায়ক ধোনির হারের বৃত্ত আঁকা শুরু হয় ২০১০ শ্রীলঙ্কার বিরুদ্ধে হার দিয়ে। এরপর দক্ষিণ আফ্রিকা,ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। এরপর নিউজিল্যান্ড, তারপর ফের দক্ষিণ আফ্রিকা হয়ে এবার ফের ইংল্যান্ডে। হারের বৃত্তটা সত্যি সম্পূর্ণ হল। 

সিরিজ সেরা-ভূবনেশ্বর কুমার ও জিমি অ্যান্ডারসন, ম্যাচের সেরা-জো রুট

 

.