শেষ পর্যন্ত ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন থেকে বাদ গেল দাগী অভিযুক্তরা

আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার চাপে সংবিধান সংশোধন করতে বাধ্য হয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। যার ফলে দাগী বা অভিযুক্তরা আইওএ-র নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। ভারতীয় অলিম্পিক সংস্থার এই উদ্যোগে উচ্ছ্বসিত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিং। অলিম্পিক থেকে ভারতের নির্বাসন তুলতে এই বছরের শুরুতে আইওসি-র প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেছিল জিতেন্দ্র সিংয়ের নেতৃত্বাধীন বিশেষ প্রতিনিধি দল। সেখানেই বলা হয়েছিল যে দাগীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। শেষ পর্যন্ত তা হওয়ায় সন্তুষ্ট কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

Updated By: Dec 9, 2013, 11:23 PM IST

আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার চাপে সংবিধান সংশোধন করতে বাধ্য হয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। যার ফলে দাগী বা অভিযুক্তরা আইওএ-র নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। ভারতীয় অলিম্পিক সংস্থার এই উদ্যোগে উচ্ছ্বসিত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিং। অলিম্পিক থেকে ভারতের নির্বাসন তুলতে এই বছরের শুরুতে আইওসি-র প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেছিল জিতেন্দ্র সিংয়ের নেতৃত্বাধীন বিশেষ প্রতিনিধি দল। সেখানেই বলা হয়েছিল যে দাগীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। শেষ পর্যন্ত তা হওয়ায় সন্তুষ্ট কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

.