ধাওয়ান-কোহলি জুটিতে বিরাট শিখরের দিকে ভারত

২৩ ওভার চলাকালীন জেপি ডুমিনির বলে স্পিনের বিপরীতে শট খেলে আউট হন শিখর ৭৬ (৬৩)। উড়ন্ত পাখির মত শিখরের ক্যাচ তালুবন্দি করেন আফ্রিকার অধিনায়ক মার্কর‍্যাম। 

Updated By: Feb 7, 2018, 06:40 PM IST
ধাওয়ান-কোহলি জুটিতে বিরাট শিখরের দিকে ভারত

নিজস্ব প্রতিবেদন: সেঞ্চুরিয়ানের পর এবার কেপটাউনেও সফল ধাওয়ান-কোহলি যুগলবন্দি। নিউল্যান্ডসে খেলা শুরুর প্রথম ওভারেই প্রথম উইকেট হারায় ভারত। খারাপ শট খেলে রাবাদার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। এরপর সেঞ্চুরিয়ান ম্যাচের মতই দলের রানমেশিন চালিয়ে নিয়ে যায় ধাওয়ান-কোহলি যুগলবন্দি। অর্ধ-শতরান পান দুই ভারতীয় ব্যাটসম্যানই। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে নিজের ৪৬তম অর্ধ-শতরান অর্জন করেন বিরাট। অন্যদিকে একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে ২৫তম  অর্ধ-শতরান অর্জন করেন ওপেনার শিখর ধাওয়ান। 

কেপটাউনের পিচে বাউন্স এবং গতির কথা ভেবেই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। পরিকল্পনা মতই শুরুটা ভাল করে দক্ষিণ আফ্রিকা। রোহিতকে (০) প্রথম ওভারে ফিরিয়ে ম্যাচের ব্যাটন নিজেদের হাতে করতে চেয়েছিল হাসিম আমলরা। তবে সেটা হয়নি। যেভাবে আক্রমণাত্মক ভাবে ব্যাট করেন অধিনায়ক বিরাট কোহলি এবং ম্যান ইন ফর্ম শিখর ধাওয়ান, তাতে ২০ ওভারের মধ্যেই  ম্যাচের ব্যাটন চলে আসে ভারতের কাছেই। দ্বিতীয় উইকেটে ধাওয়ান-কোহলি যুগলবন্দি ভারতের স্কোরবোর্ডে জুড়ে দেয় ১৪০ রান। 

আরও পড়ুন- এক শিকারেই 'শৃঙ্গজয়' হবে ধোনির

উল্লেখ্য, ২৩ ওভার চলাকালীন জেপি ডুমিনির বলে স্পিনের বিপরীতে শট খেলে আউট হন শিখর ৭৬ (৬৩)। উড়ন্ত পাখির মত শিখরের ক্যাচ তালুবন্দি করেন আফ্রিকার অধিনায়ক মার্কর‍্যাম। এখন ক্রিজে আছেন অজিঙ্কা রাহানে (১১*) এবং বিরাট কোহলি (৬৮*)। 

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়  

.