শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে রবিবার বাইশ গজে নামছে ভারত

Updated By: Sep 2, 2017, 11:59 PM IST
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে রবিবার বাইশ গজে নামছে ভারত

ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে রবিবার বাইশ গজে নামছে ভারত। কলম্বোতে শেষ একদিনের ম্যাচে অজিঙ্কা রাহানেকে খেলিয়ে দেখে নিতে চান অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া বাকী দল অপরিবর্তিত থাকার সম্ভবনাই প্রবল।

টেস্টের পর এবার একদিনের সিরিজেও ক্লিন সুইপের সামনে বিরাটের ভারত। টেস্ট সিরিজেও ভারতের কাছে ৩-০ হেরে হোয়াইটওয়াশ হয়েছিল সিংহলিরা। এর আগে ২০১৪-তে ভারত শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে একদিনের সিরিজে হারিয়েছিল। ৫-০ ব্যবধানে দ্বিতীয়বার জেতার সুযোগ এসেছে ভারতের সামনে। সেই সুযোগ কোনওমতেই হাতছাড়া করতে নারাজ কোহলি ব্রিগেড।

এদিকে সিরিজে দল জয়ের মধ্যে থাকলেও ব্যাট হাতে রান পাচ্ছেন না লোকেশ রাহুল। কলম্বোতে শেষ একদিনের ম্যাচে অজিঙ্কা রাহানেকে তাই খেলিয়ে দেখে নিতে চান অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া বাকী দল অপরিবর্তিত থাকার সম্ভবনাই প্রবল। এদিকে শ্রীলঙ্কা দল  অন্তত শেষ ম্যাচ জিতে সম্মান বাঁচাতে চাইছে। দেশজুড়ে সমালোচনার ঝড়ে শ্রীলঙ্কার ক্রিকেটাররা এবং বোর্ড। কারণ টেস্ট সিরিজ থেকে টানা হারের ধারা অব্যাহত। দলের ব্যর্থতার জেরে সনথ জয়সূর্যের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা চাঞ্চল্যকর বিবৃতি দেশের ক্রিকেট চলে গেছে জুয়াড়িদের হাতে। তাই পাহাড়প্রমান চাপ নিয়ে অস্তিত্বরক্ষার লড়াইয়ে নামছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।

আরও পড়ুন- চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে দুরমুশ করে হোয়াইটওয়াশের পথে ভারত

.