পারথে ভারতকে ১৪৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া
আরও একবার বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতার ছবিটা উঠে এল পারথে।
নিজস্ব প্রতিবেদন : হারের ভ্রূকুটি ছিলই। পারথে টেস্টের শেষ দিনে মিচেল স্টার্কের গতিতে বেসামাল ভারতীয় লোয়ার অর্ডার ব্যাটিং। সঙ্গে দোসর নাথান লিঁও আর প্যাট কামিন্স। ভারতকে ১৪৬ রানে হারিয়ে চার টেস্টের সিরিজে সমতা ফেরাল অজিরা।
AUSSIES WIN! What a Test.
Series level! Bring on Boxing Day at the MCG! #AUSvIND pic.twitter.com/5JcsPZbVUo
— cricket.com.au (@cricketcomau) December 18, 2018
২৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ছিল ৫ উইকেট হারিয়ে ১১২ রান। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৭৫ রান আর অস্ট্রেলিয়ার দরকার ছিল ৫টি উইকেট। ক্রিজে ২৪ রানে ব্যাটিং করছিলেন হনুমা বিহারি। আর ৯ রানে অপরাজিত ছিলেন ঋষভ পন্থ। পঞ্চম দিনে সকালে ভারতকে প্রথম ধাক্কাটা দিলেন মিচেল স্টার্ক। ২৮ রানে সাজঘরে ফিরলেন হনুমা বিহারি। আর ঋষভ পন্থকে ৩০ রানে ফেরালেন নাথান লিঁও। স্টার্কের শিকার উমেশ যাদব(২)। ইশান্ত শর্মা ও জশপ্রীত বুমরাহকে শূন্য রানে ফেরালেন প্যাট কামিন্স। ১৪০ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। মঙ্গলবার ভারতের শেষ পাঁচ উইকেট ফেলতে মাত্র ১৫ ওভার নিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে স্টার্ক ও লিঁও নিলেন ৩টি করে উইকেট। দুটি করে উইকেট নিলেন কামিন্স ও হ্যাজেলউড। ম্যাচে মোট ৮টি উইকেট নিলেন নাথান লিঁও।
AUSTRALIA WIN
The hosts register a convincing 146-run win by bowling India out for 140 early in the morning session on Day 5.#AUSvIND SCORECARD https://t.co/viG01B7TWC pic.twitter.com/siotOPs9LR
— ICC (@ICC) December 18, 2018
টস জিতে প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩২৬ রান করে। ২৮৩ রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করে ২৪৩ রান। সঙ্গে ৪৩ রানের লিড নিয়ে ভারতের সামনে ২৮৭ রানের টার্গেট দেয় অজিরা। মাত্র ১৪০ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। আরও একবার বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতার ছবিটা উঠে এল পারথে। ১৪৬ রানে ম্যাচ জিতে নিল টিম পেইনের দল। অ্যাডিলেডে হারের ধাক্কা কাটিয়ে পারথ টেস্ট জিতে সিরিজ ১-১ করল অজিরা।
আরও পড়ুন - ‘বিরাট বিশ্বের সবথেকে অসভ্য-অহংকারী-উদ্ধত ক্রিকেটার’