ভারতীয় বোলিং ঝড়ে বুলাওয়াতেও দিশা হারাল জিম্বাবোয়ে

জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের জয়ের ধারা অব্যাহত। বুলাওয়েতে চতুর্থ একদিনের ম্যাচে নয় উইকেটে জিম্বাবোয়েকে হারাল ভারত। সিরিজ জিতে যাওয়ায় শেষ দুটি ম্যাচ ভারতের কাছে নিয়মরক্ষার ছিল। বুলাওয়েতে টসে জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে ৪২ ওভার চার বল খেলে মাত্র ১৪৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে।

Updated By: Aug 1, 2013, 08:59 PM IST

জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের জয়ের ধারা অব্যাহত। বুলাওয়েতে চতুর্থ একদিনের ম্যাচে নয় উইকেটে জিম্বাবোয়েকে হারাল ভারত। সিরিজ জিতে যাওয়ায় শেষ দুটি ম্যাচ ভারতের কাছে নিয়মরক্ষার ছিল। বুলাওয়েতে টসে জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে ৪২ ওভার চার বল খেলে মাত্র ১৪৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে।
ভারতের পক্ষে অমিত মিশ্র তিনটি ও নবাগত মোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে একমাত্র চেতেশ্বর পূজারার উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন কোহলিরা। রোহিত শর্মা ৬৪ ও রায়না ৬৫ রানে অপরাজিত থাকেন।

.