সচিন আর গাভাসকরের থেকে অল্প দূরেই কোহলি, বিরাটের ব্যাট কথা বললেই তৈরি হবে রেকর্ড

আইসিসি RANKING-এ শীর্ষে থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট জিতে এই মূহুর্তে একশো বাইশ পয়েন্ট নিয়ে আইসিসি RANKING-এ এক নম্বরে রয়েছে। তেরো পয়েন্ট পিছনে থেকে দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।

Updated By: Feb 16, 2017, 09:19 AM IST
সচিন আর গাভাসকরের থেকে অল্প দূরেই কোহলি, বিরাটের ব্যাট কথা বললেই তৈরি হবে রেকর্ড

ব্যুরো: আইসিসি RANKING-এ শীর্ষে থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট জিতে এই মূহুর্তে একশো বাইশ পয়েন্ট নিয়ে আইসিসি RANKING-এ এক নম্বরে রয়েছে। তেরো পয়েন্ট পিছনে থেকে দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।

একশো এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ফের আইসিসি বোলারদের ক্রমতালিকায় শীর্ষ দুই স্থান দখল করলেন ভারতের দুই স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন আটশো সাতাশি পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছেন। আটশো সাতাত্তর পয়েন্ট নিয়ে দু নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

ব্যাটসম্যানদের ক্রমতালিকাতেও দু নম্বরে উঠে এসেছেন ফর্মে থাকা ভারত অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্টে দ্বিশতরান করে কোহলি আটশো পচানব্বই পয়েন্ট পেয়ে দু নম্বরে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ফর্ম বজায় রাখতে পারলে রেটিং পয়েন্টে নশোতে পৌছে যাবেন কোহলি। আর তা করতে পারলে ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়বেন বিরাট। একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সুনীল গাভাসকর নশো রেটিং পয়েন্ট পাওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। গাভাসকর পেয়েছিলেন ৯১৬ রেটিং পয়েন্ট। সচিন তেন্ডুলকর সর্বোচ্চ আটশো আটানব্বই রেটিং পয়েন্ট পেয়েছিলেন। (ফিক্সিং কাণ্ডে নাম জড়াল আরও এক পাকিস্তানী ক্রিকেটারের, শাস্তি ক্রিকেট থেকেই নির্বাসিত)

.