ধর্মশালায় কাল চতুর্থ ওয়ানডে, এগিয়ে যাওয়ার লড়াইয়ে পিচের ধর্ম নিয়েই ধন্দে দুই দল

কাল, শুক্রবার ধর্মশালা ওয়ানডেতে যারাই জিতুক একটা ব্যাপার নিশ্চিত তারা এই সিরিজে হারবে না। বিদেশের মাটিতে একের পর এক সিরিজে হারা ধোনিদের কাছে তাই ধর্মশালা ওয়ানডে নিজেদের অস্তিত্বরক্ষার লড়াই। কারণ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে একেবারে শেষের দিকে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজে হারাতে না পারলে ধোনিদের নিয়ে ফের বড় সমালোচনা শুরু হয়ে যাবে।

Updated By: Oct 16, 2014, 11:31 PM IST
ধর্মশালায় কাল চতুর্থ ওয়ানডে, এগিয়ে যাওয়ার লড়াইয়ে পিচের ধর্ম নিয়েই ধন্দে দুই দল
ম্যাচের আগের দিন ভারতীয় ক্রিকেটারদের কঠোর অনুশীলন। ছবি-ইন্ডিয়ান এক্সপ্রেসের টুইটার পেজের সৌজন্যে

ওয়েব ডেস্ক: কাল, শুক্রবার ধর্মশালা ওয়ানডেতে যারাই জিতুক একটা ব্যাপার নিশ্চিত তারা এই সিরিজে হারবে না। বিদেশের মাটিতে একের পর এক সিরিজে হারা ধোনিদের কাছে তাই ধর্মশালা ওয়ানডে নিজেদের অস্তিত্বরক্ষার লড়াই। কারণ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে একেবারে শেষের দিকে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজে হারাতে না পারলে ধোনিদের নিয়ে ফের বড় সমালোচনা শুরু হয়ে যাবে।

সিরিজ এক-এক ফলে দাঁড়িয়ে। কোচিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে দিল্লিতে সমতা ফিরিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই পরিস্থিতিতে শুক্রবার ধর্মশালায় সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। হুদহুদের জন্য সিরিজের তৃতীয় ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। ধর্মশালায় ম্যাচ জিতেও জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামবে ধোনিবাহিনী। তবে ধর্মশালার দ্রুত গতির পিচ খানিকটা চিন্তা বাড়িয়েছে ভারত অধিনায়ক ধোনির।

আগের বছর ধর্মশালায় ইংল্যান্ডের কাছে লজ্জাজনক ভাবে হেরেছিল ভারত। তাই শুক্রবার ম্যাচের আগে সতর্ক টিম ইন্ডিয়া। পিচের চরিত্র দেখে চার পেসার খেলারই সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে অমিত মিশ্রর জায়গায় দলে ঢুকতে পারেন ইশান্ত শর্মা। এদিকে বিরাট কোহলির ব্যাডপ্যাচ কাটিয়ে ফর্মে ফেরায় স্বস্তিতে ভারতীয় শিবির। পাশাপাশি দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ শামি। তবে ফর্মে থাকা ডোয়েন স্মিথ, মার্লন স্যামুয়েলসকে আটকানোটা চ্যালেঞ্জ হতে চলেছে ভারতীয় পেসারদের কাছে। সব মিলিয়ে ম্যাচের উত্তাপে ধর্মশালার ঠান্ডা আবহওয়া উষ্ণ হয়ে উঠেছে।

.