ভিসা পেতে দেরি, টুর্নামেন্টে অংশই নিতে পারলেন না ভারতীয় বক্সাররা

ভিসা পেতে দেরি হওয়ায় জার্মানিতে বক্সিং টুর্নামেন্টে অংশ নিতে পারলেন না ভারতীয় বক্সাররা। জার্মানির হ্যালেতে কেমিস্ট্রি কাপে অংশ নেওয়ার কথা ছিল দশ সদস্যের ভারতীয় বক্সিং দলের। যুব এশীয় টুর্নামেন্টে রপো জয়ী বক্সার অঙ্কুশ দাহিয়া ও রিয়াল পুরীও এই দলে ছিলেন। ভারতীয় বক্সিং ফেডারেশনের কর্তারা জানিয়েছিলেন ভিসা পাওয়ার জন্য সাধারণত যে পদ্ধতিতে আবেদন করা হয় সেভাবেই আবেদন করা হয়েছিল। দিল্লি থেকে গোটা দলের ভিসার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু পরে জানা যায় যে যেখানে থাকেন সেই শহর থেকে ভিসার আবেদন করতে হবে। ফলে ভিসা পেতে দেরি হয়। কেমিস্ট্রি কাপে অংশ না নিতে পারার ঘাটতি মেটাতে ভারতীয় দলকে অন্য একটি টুর্নামেন্টে পাঠানোর ব্যবস্থা করছে ফেডারেশন।

Updated By: Mar 13, 2017, 09:16 PM IST
ভিসা পেতে দেরি, টুর্নামেন্টে অংশই নিতে পারলেন না ভারতীয় বক্সাররা

ব্যুরো: ভিসা পেতে দেরি হওয়ায় জার্মানিতে বক্সিং টুর্নামেন্টে অংশ নিতে পারলেন না ভারতীয় বক্সাররা। জার্মানির হ্যালেতে কেমিস্ট্রি কাপে অংশ নেওয়ার কথা ছিল দশ সদস্যের ভারতীয় বক্সিং দলের। যুব এশীয় টুর্নামেন্টে রপো জয়ী বক্সার অঙ্কুশ দাহিয়া ও রিয়াল পুরীও এই দলে ছিলেন। ভারতীয় বক্সিং ফেডারেশনের কর্তারা জানিয়েছিলেন ভিসা পাওয়ার জন্য সাধারণত যে পদ্ধতিতে আবেদন করা হয় সেভাবেই আবেদন করা হয়েছিল। দিল্লি থেকে গোটা দলের ভিসার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু পরে জানা যায় যে যেখানে থাকেন সেই শহর থেকে ভিসার আবেদন করতে হবে। ফলে ভিসা পেতে দেরি হয়। কেমিস্ট্রি কাপে অংশ না নিতে পারার ঘাটতি মেটাতে ভারতীয় দলকে অন্য একটি টুর্নামেন্টে পাঠানোর ব্যবস্থা করছে ফেডারেশন।

.