আজ আইপিএলে লড়াই পুনের ব্যাটিং বনাম দিল্লির বোলিংয়ের

আজ রাত আটটায় আইপিএলের ম্যাচে নিজেদের ঘরের মাঠে রাইজিং পুনে সুপায়জায়ান্ট মুখোমুখি হচ্ছে দিল্লি ডেয়ার ডেভিলসের। এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলে একটি জিতেছে এবং একটিতে হেরেছে স্টিভেন স্মিথের দল। উল্টোদিকে জাহির খানের দিল্লি ডেয়ার ডেভিলস মাত্র ১৫ রানে হেরে গিয়েছে নিজেদের একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। আজ তাই দু'পক্ষের কাছেই হাড্ডাহাড্ডি ম্যাচ, লিগের পয়েন্ট টেবলে উঠে আসার জন্য।

Updated By: Apr 11, 2017, 12:41 PM IST
আজ আইপিএলে লড়াই পুনের ব্যাটিং বনাম দিল্লির বোলিংয়ের

ওয়েব ডেস্ক: আজ রাত আটটায় আইপিএলের ম্যাচে নিজেদের ঘরের মাঠে রাইজিং পুনে সুপায়জায়ান্ট মুখোমুখি হচ্ছে দিল্লি ডেয়ার ডেভিলসের। এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলে একটি জিতেছে এবং একটিতে হেরেছে স্টিভেন স্মিথের দল। উল্টোদিকে জাহির খানের দিল্লি ডেয়ার ডেভিলস মাত্র ১৫ রানে হেরে গিয়েছে নিজেদের একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। আজ তাই দু'পক্ষের কাছেই হাড্ডাহাড্ডি ম্যাচ, লিগের পয়েন্ট টেবলে উঠে আসার জন্য।

আরও পড়ুন গুজরাটের পরের ম্যাচেই পুনের বিরুদ্ধে চোট সারিয়ে দলে ফিরছেন জাদেজা

পুনের শক্তি তাদের ব্যাটিং। ক্যাপ্টেন স্মিথ, রাহানে, ধোনি, বেন স্টোকসরা রান তুলে দিতে পারবেন। কিন্তু বেন স্টোকস অ্যান্ড কোং কিন্তু এখনও নিজেদের বোলিংকে নিয়ে আশ্বস্ত করতে পারেনি দলের সমর্থকদের। ব্যতিক্রম ইমরান তাহির। তিনিই যা বিপক্ষকে সমস্যায় ফেলছেন। উল্টোদিকে দিল্লির বোলিং যথেষ্ঠ শক্তিশালী। জাহির খান নিজে, ক্রিস মরিস, প্যাট কামিন্স, শাহবাজ নাদিমরা ভালো বল করেছেন। আজ রাতে দেখার যে, মুখোমুখি লড়াইতে কে জেতে? দিল্লির বোলিং নাকি পুনের ব্যাটিং?

আরও পড়ুন  ভারতীয় ক্রিকেটের বিপ্লবী মুখ হতে পারেন সৌরভ গাঙ্গুলি

.