এবারের আইপিএল তিন পর্যায়ে, আরব আমিরশাহিতে শুরু ১৬ এপ্রিল, ভারতে ফাইনাল ১ জুন

আইপিএল সেভেন শুরু ১৬ এপ্রিল, ফাইনাল ১ জুন

Updated By: Mar 12, 2014, 02:31 PM IST

লোকসভা ভোটের জন্য আইপিএল হবে তিনটি ভাগে। ভোটের জেরে দেশের বাইরে 'আউটসোর্স' করতে হচ্ছে আইপিএল সেভেনকে। আবার ভোটের পালা চুকলেই ঘরের ছেলে (পড়তে হবে আইপিএল) ঘরে ফিরবে।

ভেঙে তিন টুকরো আইপিএলের প্রথম ভাগটা হবে সংযুক্ত আরবআমিরশাহিতে। দ্বিতীয়টা এখনও বাংলাদেশে। আর শেষভাগটা হবে দেশেরা মাটি অর্থাত্‍ ভারতে

বোর্ডের ঘোষণাতেই পরিষ্কার, আইপিএলকে দেশের মাটিতেই আয়োজন করার মরিয়া চেষ্টা করা হয়েছে।

২০০৯ সালে লোকসভা ভোটের জন্য আইপিএল টু-য়ের পুরোটাই চলে যায় দক্ষিণ আফ্রিকায়।

আইপিএল সেভেনের তিন পর্যায়-

প্রথম পর্যায়-- ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল আইপিএল হবে সংযুক্ত আরব আমিরশাহিতে (United Arab Emirates)।

দ্বিতীয় পর্যায়-১ মে থেকে ১২ মে আইপিএল হবে বাংলাদেশে

তৃতীয় তথা শেষ পর্যায়-১৩ মে থেকে ১ লা জুন হবে ভারতে।

প্রতিরক্ষা মন্ত্রক Ministry of Home Affairs (MHA) জানিয়ে দেয় ভোট শেষ হয়ে গেলে আইপিএল ভারতে আয়োজন করতে কোনও অসুবিধা নেই।

কেন্দ্রীয় সরকারকে বিসিসিআই আবেদন জানাবে ১ মে যে সব রাজ্যে ভোট শেষ হয়ে যাচ্ছে সেখানে যেন আইপিএলের ম্যাচ আয়োজনের অনুমতি পাওয়া যায়।

First half of the IPL to be held in United Arab Emirates from April 16 to 30.

Second half of the IPL to be held in Bangladesh or India from May 1 to 12, while the final leg to be held in India from May 13.

.