দ্বিতীয়বার আইপিএল শৃঙ্গ জয়ে বীরের বাধা জারা

রবিবার আইপিএলের মেগা ফাইনালে কিংস ইলেভেনের মুখোমুখি হতে চলেছে নাইট রাইডার্স। দ্বিতীয়বার ট্রফি জয়ের হাতছানি কেকেআরের সামনে। উল্টোদিকে এই প্রথম আইপিএল ফাইনাল খেলতে নামছে কিংস ইলেভেন।

Updated By: May 31, 2014, 08:26 PM IST

রবিবার আইপিএলের মেগা ফাইনালে কিংস ইলেভেনের মুখোমুখি হতে চলেছে নাইট রাইডার্স। দ্বিতীয়বার ট্রফি জয়ের হাতছানি কেকেআরের সামনে। উল্টোদিকে এই প্রথম আইপিএল ফাইনাল খেলতে নামছে কিংস ইলেভেন।

রবিবার বেঙ্গালুরুতে আইপিএলের ফাইনালে কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাবের সামনে এই প্রথম আইপিএল জয়ের হাতছানি। উল্টোদিকে এই নিয়ে দ্বিতীয়বার আইপিএলের ফাইনাল খেলছে কেকেআর। দুহাজার বারোতে চেন্নাইতে সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা। এবারও দাক্ষিণাত্যের বুকে তার পুনরাবৃত্তি ঘটাতে চান কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীর। দলের ব্যাটিং লাইন আপের পাশাপাশি বোলিং লাইন আপের পারফরম্যান্সেও খুশি গম্ভীর। কেকেআরের প্লাস পয়েন্ট কিংস ইলেভেন পঞ্জাবকেই তারা হারিয়ে ফাইনালে উঠেছে।তবে এই বিষয়টি একেবারেই মাথায় রাখতে চান না গম্ভীর। কারন চেন্নাইয়ের বিরুদ্ধে সেওয়াগের শতরান তাঁর চিন্তা বাড়িয়ে দিয়েছে। গৌতি মনে করেন সেওয়াগ যেকোনও ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই চিন্নাস্বামীর পিচে সেওয়াগের পাশাপাশি ম্যাক্সওয়েল, মিলারের দিকেও বাড়তি নজর রয়েছে কেকেআর দলের। ফাইনালেও গম্ভীরের তুরুপের তাস হতে চলেছেন সুনীল নারিন। গম্ভীর কোয়ালিফায়ারের উইনিং কম্বিনেশন ভাঙতে না চাইলেও চূড়ান্ত দল গড়বেন পিচ দেখার পর।

.