উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে আইএসএল যাত্রা শুরু করল আতলেতিকো দি কলকাতা

Updated By: Oct 3, 2015, 11:13 PM IST
উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে আইএসএল যাত্রা শুরু করল আতলেতিকো দি কলকাতা

ব্যুরো: আইএসএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ান এফসিকে তিন-দুই গোলে হারিয়ে দিল আতলেদিকো দি কলকাতা। জোড়া গোল করে এটিকের জয় নিশ্চিত করলেন মার্কি ফুটবলার হেল্ডার পোস্তিগা। চোট পেয়ে অবশ্য মাঠ ছাড়তে হয় এই পর্তুগিজ তারকাকে।    

রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইয়ান এফসিকে ৩-২ গোলে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন আতলেতিকো দি কলকাতা। অভিষেক বচ্চনদের ডেরায় চেন্নাইকে হারিয়ে মাজিমাত হাবাস ব্রিগেডের। পাঁচ পাঁচটা গোল, জোড়া পেনাল্টির সঙ্গে পোস্তিগার চোট পেয়ে বেড়িয়ে যাওয়া। আইএসএলের ঢাকে কাঠি পরা ম্যাচে নাটকের কমতি ছিল না। কিছুটা পিছিয়ে শুরু করলেও ম্যাচের তেরো মিনিটে পোস্তিগার গোলে এগিয়ে যায় এটিকে। একত্রিশ মিনিটে জেজের গোলে সমতায় ফেরায় চেন্নাইয়ান। ম্যাচের প্রথমার্ধের বেশিরভাগ সময়ই অ্যাটলেটিকো রক্ষণকে চাপে রেখেছিলেন এলোনা, ফিকরুরা। বিরতির পর জয়ের জন্য মেন্ডি, মেন্ডোজাদের নামিয়ে দেন চেন্নাইয়ের কোচ। সত্তর মিনিটে মেন্ডির ভুলের সুযোগকে কাজে লাগিয়ে অ্যাটলেটিকোকে ফের এগিয়ে দেন পোস্তিগা। এরপর চোটের জন্য আর খেলতে পারেননি এটিকের মার্কি ফুটবলার। মাঠে নামার কয়েক মিনিটের মধ্যে হিউমের পাশ থেকে মাথা ছুয়ে কলকাতায় জয় প্রায় নিশ্চিত করে দেন সুপার সাব ভালদো। এরপরই জাভি লারা পেনাল্টি নষ্ট না করলে চার-এক গোলে এগিয়ে যেতে পারত এটিকে। ম্যাচের উননোব্বই মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে চেন্নাইকে ম্যাচে বাঁচিয়ে রেখেছিলেন এলোনা। তবে শেষ রক্ষা হয়নি। তিনবারের সাক্ষাতে প্রথমবার চেন্নাইকে হারাল আতলেতিকো। 

.