ওয়ানডেতে বছরের প্রথম হ্যাটট্রিক ফকনারের

কলম্বোয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার। ফকনার পরপর তিন বলে আউট করলেন কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, থিসারা পেরেরাকে। ৪৬ তম ওভারে ফকনারের শেষ বলে আউট হন পেরেরা। তারপর ৪৮ তম ওভারে ফকনারের প্রথম দুটি বলে পরপর আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৫৭) ও থিসারা পেরেরা (১২)।

Updated By: Aug 24, 2016, 06:33 PM IST
ওয়ানডেতে বছরের প্রথম হ্যাটট্রিক ফকনারের

ওয়েব ডেস্ক: কলম্বোয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার। ফকনার পরপর তিন বলে আউট করলেন কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, থিসারা পেরেরাকে। ৪৬ তম ওভারে ফকনারের শেষ বলে আউট হন পেরেরা। তারপর ৪৮ তম ওভারে ফকনারের প্রথম দুটি বলে পরপর আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৫৭) ও থিসারা পেরেরা (১২)।

আরও পড়ুন-খেলার সব খবর

এভাবেই ওয়ানডেতে বছরের প্রথম হ্যাটট্রিকটা করে ফেললেন ২৬ বছরের এই অসি অলরাউন্ডার। মাত্র ১৫৮ রানের মধ্যে ৫ উইকেট হারালেও শ্রীলঙ্কা শেষ অবধি করল ২৮৮ রান। ফকনার, স্টার্ক, জাম্পা তিনটি করে উইকেট নেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচচ রান কুশল মেন্ডিসের (৬৯)।   

.