অবসরের পর আইপিএলে দর বাড়বে কেপির, দাবি ললিত মোদীর, অন্যদিকে গম্ভীর নারিনকে ছাড়া সবাইকে নিলামে ছাড়ছে কেকেআর

কেভিন পিটারসন ইসিবির আচরণে অপমানিত হয়ে কেভিন পিটারসন অবসর নিয়েছেন। আর এই সিদ্ধান্ত নাকি তাঁর কাছে শাপে বর হতে চলেছে । দাবি প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির।

Updated By: Feb 6, 2014, 11:31 PM IST

কেভিন পিটারসন ইসিবির আচরণে অপমানিত হয়ে কেভিন পিটারসন অবসর নিয়েছেন। আর এই সিদ্ধান্ত নাকি তাঁর কাছে শাপে বর হতে চলেছে । দাবি প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির।

প্রাক্তন আইপিএল চেয়ারম্যানের দাবি, কেপি অবসর নেওয়ায় তাঁর দর বাড়বে আইপিএলে। এমনকি তাঁর দর তিন কোটি টাকা হতে পারে বলে মত ললিত মোদির। মোদির কথাই বোধ হয় সত্যিই হতে চলেছে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি দলগুলির মত,এবার কেভিন পিটারসনের জন্য ঝাঁপাতে পারে নাইটরাইডার্সও। বৃহস্পতিবার কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরের ইঙ্গিতে স্পষ্ট, কেপি তাঁদের ভাবনার তালিকায় রয়েছেন।

গম্ভীর ও নারিনকে ছাড়া বাকি সব ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে কেকেআর। নিলামে উঠছেন বাংলার বেশ কয়েকজন ক্রিকেটার।যার মধ্যে রয়েছেন লক্ষ্মীরতন শুক্লা,মনোজ তেওয়ারি,ঋদ্ধিমান সাহা ও মহম্মাদ সামির মত ক্রিকেটার। নিলাম অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কেকেআর সিইও ভেঙকি মাইসোরের দাবি,কলকাতার কথা মাথায় রেখে ভিনরাজ্যের ক্রিকেটারদের সঙ্গে নজরে রয়েছেন সামি সহ বেশকয়েকজন বাংলার ক্রিকেটারও।

ফ্র্যাঞ্চাইজিদের দাবি, গত ছয়বছরের থেকে এই নিলাম হতে চলেছে সবচেয়ে নজরকাড়া।

.