অসুস্থ ক্লডিয়াসকে দেখতে হাসপাতালে ক্রীড়ামন্ত্রী

লেসলি ক্লডিয়াসকে অসুস্থ কিংবদন্তি হকি তারকা লেসলি ক্লডিয়াসকে হাসপাতালে দেখে এলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। বুধবার দুপুরে বেসরকারি হাসপাতালে গিয়ে ক্লডিয়াসের দ্রুত আরোগ্য কামনা করে আসেন ক্রীড়ামন্ত্রী। ক্লডিয়াসের চিকিতসকদের সঙ্গেও কথা বলেন তিনি। গত শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অলিম্পিকে তিনটি সোনার অধিকারী ক্লডিয়াস। সোমবার ফের অসুস্থ হয়ে যাওয়ায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ক্লডিয়াসের অবস্থা এখনও সংকটজনক।

Updated By: Nov 7, 2012, 07:46 PM IST

লেসলি ক্লডিয়াসকে অসুস্থ কিংবদন্তি হকি তারকা লেসলি ক্লডিয়াসকে হাসপাতালে দেখে এলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। বুধবার দুপুরে বেসরকারি হাসপাতালে গিয়ে ক্লডিয়াসের দ্রুত আরোগ্য কামনা করে আসেন ক্রীড়ামন্ত্রী। ক্লডিয়াসের চিকিতসকদের সঙ্গেও কথা বলেন তিনি। গত শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অলিম্পিকে তিনটি সোনার অধিকারী ক্লডিয়াস। সোমবার ফের অসুস্থ হয়ে যাওয়ায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ক্লডিয়াসের অবস্থা এখনও সংকটজনক।
আগামি ১১ নভেম্বর বেটন কাপের ফাইনালের দিন লেসলি ক্লডিয়াসকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করতে চলেছে বেঙ্গল হকি অ্যায়োশিয়েসন।এখনও পর্যন্ত চূড়ান্ত না হলেও ক্লডিয়াসকে এই সম্মান দেওয়ার ব্যপারে আলোচনা অনেকটা দূর এগিয়ে গিয়েছে। শারীরিক অসুস্থতার কারনে খুব সম্ভবত পুরস্কার নিতে সাইয়ের মাঠে আসতে পারবেননা লেসলি ক্লডিয়াস। শুধুমাত্র ক্লডিয়াসই নন, টুর্নামেন্টের ফাইনালে আমন্ত্রণ জানানো হচ্ছে,দোলা ব্যানার্জি,রাহুল ব্যনার্জি,জয়দীপ কর্মকার,সোমা বিশ্বাসসহ একঝাঁক অলিম্পিয়ানকে।
 

.