ভারত থেকে বাংলাদেশে 'হেলিকপ্টার' নিয়ে যাচ্ছেন ধোনি

ব্যাট হাতে কি ফের পুরনো মেজাজে ফিরতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? সেই ইঙ্গিতই পাওয়া গিয়েছে। নিজের সব থেকে প্রিয় ক্রিকেট শট, বিশ্ব ক্রিকেট যাকে হেলিকপ্টার বলে চেনে, সেই হেলিকপ্টার শটেই শান দিতে দেখা গেল ভারতের ক্যাপটেন কুল মাহিকে। পছন্দের ফর্ম্যাটে ব্যাট হাতে আরও আক্রমনাত্মক মেজাজে ফিরতে চান মাহি। অনুশীলনে স্পিনারদের বিরুদ্ধে মারমুখী মেজাজে ছিলেন ধোনি।     

Updated By: Jun 14, 2015, 11:03 PM IST
 ভারত থেকে বাংলাদেশে 'হেলিকপ্টার' নিয়ে যাচ্ছেন ধোনি

ব্যুরো: ব্যাট হাতে কি ফের পুরনো মেজাজে ফিরতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? সেই ইঙ্গিতই পাওয়া গিয়েছে। নিজের সব থেকে প্রিয় ক্রিকেট শট, বিশ্ব ক্রিকেট যাকে হেলিকপ্টার বলে চেনে, সেই হেলিকপ্টার শটেই শান দিতে দেখা গেল ভারতের ক্যাপটেন কুল মাহিকে। পছন্দের ফর্ম্যাটে ব্যাট হাতে আরও আক্রমনাত্মক মেজাজে ফিরতে চান মাহি। অনুশীলনে স্পিনারদের বিরুদ্ধে মারমুখী মেজাজে ছিলেন ধোনি।     

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে পুরনো টেকনিকে ফিরছেন ক্যাপটেন কুল। স্টান্সের কিছু বদলও আনছেন মাহি। পদ্মাপারে যখন টেস্ট ম্যাচে ব্যস্ত কোহলিরা তখন রাঁচির স্টেডিয়ামে পুরনো কোচ এমপি সিংয়ের সামনে ব্যাটিং অনুশীলন করেছেন ধোনি। টেস্ট থেকে অবসর নেওয়ার পর ধোনির সামনে এখন শুধুমাত্র একদিনের ম্যাচ ও টি-২০ ক্রিকেট। ব্যাটিং নিয়ে কোচের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেছেন ভারতের সফলতম অধিনায়ক। একই সঙ্গে একদিনের ক্রিকেটে ব্যাটিং ওর্ডারে ওপরের দিকে আসার চিন্তাভাবনা করছেন ধোনি।

.