জাতীয় ক্রীড়া দিবসে জেনে নিন হকির জাদুকর ধ্যানচাঁদের সম্পর্কে কিছু তথ্য

Updated By: Aug 29, 2017, 11:40 AM IST
জাতীয় ক্রীড়া দিবসে জেনে নিন হকির জাদুকর ধ্যানচাঁদের সম্পর্কে কিছু তথ্য

ওয়েব ডেস্ক: আজ ২৯ আগস্ট। জাতীয় ক্রীড়া দিবস। কারণ, এই দিনে জন্ম হকির জাদুকরের। আজ সেই জাদুকর ধ্যানচাঁদের সম্পর্কে জেনে নিন কয়েকটা তথ্য।১৯০৫ সালের ২৯ আগস্ট এলাহাবাদে জন্মগ্রহণ করেন তিনি। বাবা যেহেতু সেনাবাহিনীতে চাকরি করতেন, সেই সূত্রে ছেলেবলাতেই ঝাঁসিতে চলে আসেন ধ্যানচাঁদরা। তাঁর বাবাও সেনাদলে নিয়মিত হকি খেলতেন।ধ্যানচাঁদ ছেলেবেলায় চাননি যে, তিনি বড় হয়ে হকি খেলোয়াড় হবেন। বরং, খেলাধুলোর মধ্যে তিনি পছন্দ করতেন কুস্তিকেই। মাত্র ১৬ বছর বয়সেই ধ্যানচাঁদ নিজেও সেনাবাহিনীতে যোগ দেন। আর তাঁর হকি খেলা মোটামুটিভাবে শুরু সেখান থেকেই।১৯২৮ (আমস্টারডাম অলিম্পিকে তিনি ১৪ গোল করেছিলেন), ১৯৩২ এবং ১৯৩৬ সালের অলিম্পিক হকিতে সোনা জিতে হ্যাটট্রিক করে ভারতীয় দল। যাতে বেশিটাই অবদান ছিল ধ্যানচাঁদের। গোটা কেরিয়ারে তিনি ৪০০-এর উপর গোল করেছেন! ১৯৩২ সালের অলিম্পিকে একটা মজার ঘটনা ঘটেছিল। সেবার অলিম্পিক হকিতে ভারত, আমেরিকাকে হারিয়েছিল ২৪-১ ব্যবধানে। আর জাপানকে ভারত হারিয়েছিল ১১-১ ব্যবধানে। যাতে ধ্যানচাঁদ গোল করেছিলেন ১২ টি! আর তাঁর ভাই রূপ সিং করেছিলেন ১৩টি গোল! অর্থাত্, ভারতের মোট ৩৫টি গোলের মধ্যে ধ্যানচাঁদরা দুই ভাই মিলেই করেছিলেন ২৫টি গোল!

আরও পড়ুন টেস্ট ক্রিকেটের দুর্দান্ত রেকর্ডের সঙ্গে নাম জুড়লেন শাকিব আল হাসান

১৯৩৬ এর অলিম্পিকের পর ধ্যানচাঁদকে নিয়ে একটা কথা খুবই প্রচলিত। সেবার তাঁর খেলা দেখে মুগ্ধ হয়ে হিটলার নাকি চেয়েছিলেন, ধ্যানচাঁদ জার্মান নাগরিকত্ব নিন আর সে দেশের সেনাবাহিনীতে যোগ দিন। কিন্তু ধ্যানচাঁদ সরাসরি হিটলারের সেই প্রস্তাব নাকচ করে দেন!ধ্যানচাঁদের নাম কিন্তু আদৌ ধ্যানচাঁদ নয়। আসলে তাঁর নাম ধ্যান সিং। কিন্তু তিনি এতটাই নিজের খেলাটার জন্য সাধনা করতেন যে, রাতের বেলায়ও তিনি সমানে প্র্যাকটিস করে যেতেন। সেইজন্যই চাঁদ মিলিয়ে তাঁর সতীর্থরা ধ্যানের সঙ্গে চাঁদ জুড়ে দেন। আর ধ্যানচাঁদ জনপ্রিয় হয়ে ওঠেন ধ্যানচাঁদ নামেই!

আরও পড়ুন  ফিফা লেজেন্ডদের বিরুদ্ধে ম্যাচে, ভারতীয় লেজেন্ড দলে কারা থাকবেন জানুন

.