মেসিকে 'অদ্ভুত' পরামর্শ মারাদোনার

আর্জেন্টিনার কোচ জর্জে সাম্পাউলির প্রসঙ্গ এড়িয়ে গেলেন মারাদোনা।

Updated By: Jun 1, 2018, 11:22 AM IST
মেসিকে 'অদ্ভুত' পরামর্শ মারাদোনার

নিজস্ব প্রতিনিধি : মেসি, আগুয়েরো, হিগুয়েন, ডি মারিয়া, জাভিয়ের মাসচেরানো, নিকোলাস ওটামেন্ডিসহ একাধিক তারকায় ভরা দল। তাতেও আশা দেখছেন না দিয়েগো মারাদোনা। আর্জেন্টিনার এই দলটাকে আহামরি বলে মনে হচ্ছে না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার। তাই রাশিয়া বিশ্বকাপে নিজের দেশ আর্জেন্টিনাকে তিনি ফেভারিট বলে ধরছেন না। মারাদোনা বলছেন, ''আমি জানি এই দলের প্রতিটা ফুটবলার নিজেদের সেরাটা দেবে। কিন্তু তবুও বলত বাধ্য হচ্ছি, বিশ্বকাপ জয়ের ব্যাপারে আর্জেন্টিনা অন্যদের থেকে পিছিয়ে।''

আরও পড়ুন- পদত্যাগ করলেন রিয়ালের কোচ জিদান

দিন দুয়েক আগে মেসির মুখে ইতিবাচক কথা শোনা গিয়েছিল। তিনিও বলেছিলেন, আর্জেন্টিনা ফেভারিট তকমা গায়ে লাগিয়ে রাশিয়ায় যাচ্ছে না। তবে এবারও তাঁর দল পুরো উদ্যমেই বিশ্বকাপ জয়ের জন্য ঝাঁপাবে বলে আশ্বাস দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। মেসিকে এবার অদ্ভুত পরামর্শ দিয়ে বসলেন মারাদোনা। বললেন, 'আর্জেন্টিনার হয়ে মেসির আর নতুন করে কিছু প্রমাণ করার নেই। তাই ওকে বলব বিশ্বকাপ জয়ের চাপটা মাথায় নিয়ে না নামলেই ভাল করবে। বিশ্বকাপ জিতুক বা না জিতুক, ওকে এই টেনশন কাটিয়ে উঠতে হবে। মাঠের খেলাটা ও শুধু উপভোগ করুক। ও টিমের ক্যাপ্টেন জানি। তবুও এত চাপ নিয়ে আখেরে ওর কোনও লাভ নেই।' 

আরও পড়ুন- রিয়ালে থাকতে পারেন রোনাল্ডো, তবে দুটি শর্তে

আর্জেন্টিনার কোচ জর্জে সাম্পাউলির প্রসঙ্গ উঠতে অবশ্য এড়িয়ে গেলেন মারাদোনা। শুধু বললেন, ''ওকে ব্যক্তিগতভাবে চিনি না। ওর প্লেয়িং স্টাইল কেমন তাও জানি না। তবে টিমে অনেক লড়াকু ফুটবলার পেয়েছে ও।''

.