মাঠে নয়, 'বিছানা'তেই চোট পেয়েছিলেন মার্সেলো

হালফিলে চোটের জন্য মার্সেলোকে তেমন একটা ভুগতে হয়নি।

Updated By: Jun 29, 2018, 01:32 PM IST
মাঠে নয়, 'বিছানা'তেই চোট পেয়েছিলেন মার্সেলো

নিজস্ব প্রতিনিধি : ব্রাজিল শিবিরে দুঃশ্চিন্তা। দলের গুরুত্বপূর্ণ ফুটবলার মার্সেলোর চোট। বিশ্বকাপের শেষ ষোলোয় হলুদ জার্সিতে তাঁকে দেখা যাবে কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

 সার্বিয়ার বিরুদ্ধে ১০ মিনিট খেলেই মাঠের বাইরে যেতে হয়েছিল মার্সেলোকে। পিঠে ব্যাথা নিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি। টিম ডাক্তাররা বলেছিলেন, পিঠের পেশিতে  টান ধরেছে ব্রাজিল তারকার। মার্সেলোহীন ব্রাজিল অবশ্য সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচটা ২-০ জিতেছিল।

আরও পড়ুন-  'কার্ড দেখা চলবে না'- জাপানি ফুটবলারদের এই নির্দেশ দিয়েছিলেন তিনিই

ব্রাজিল দলের ডাক্তার রগরিগো লাসমার বলছিলেন, ''আশা করছি মেক্সিকোর বিরুদ্ধে খেলতে পারবে মার্সেলো। তবে এখনই পাকাপাকি কিছু বলা ঠিক হবে না। আসলে হোটেলের বিছানার গদির জন্য ওর পিঠে এই সমস্যা। ওকে চিকিত্সার মধ্যে রাখা হয়েছে। তবে বলা হয়েছে, হোটেলের নরম গদির বিছানায় ও ক'টা দিন শুতে পারবে না। চোট সারানোর জন্য ওকে কোনও সময় বেঁধে দেওয়া হয়নি। পুরোপুরি ফিট হলে ওকে ট্রেনিংয়ে নামানো হবে।''

আরও পড়ুন-  ৪০ বছর পর বিশ্বকাপে জয় পেল আফ্রিকার এই দেশ

হালফিলে চোটের জন্য মার্সেলোকে তেমন একটা ভুগতে হয়নি। ফেব্রুয়ারিতে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য কিছুদিন মাঠের বাইরে ছিলেন। রিয়লের হয়ে সেবার বেশ কয়েকটা ম্যাচে খেলতে পারেননি তিনি। 

.