ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন সাকিব

  শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ শুরুর ৭২ ঘন্টা আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

Updated By: Mar 3, 2018, 04:39 PM IST
ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন সাকিব

নিজস্ব প্রতিবেদন :  শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ শুরুর ৭২ ঘন্টা আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে শনিবার জানানো হয়েছে, এখনও আঙুলের চোট পুরোপুরি সারেনি অলরাউন্ডার সাকিব আল হাসানের। আরও কিছুদিন চিকিত্সা চলবে। তাই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে না তাঁকে।

আরও পড়ুন- লোকাল ট্রেনে টিম ইন্ডিয়ার ক্রিকেটার, হতবাক ‌সহ‌যাত্রীরা

জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। তারপর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজেও চোটের কারণে খেলতে পারেননি তিনি। বাংলাদেশের নির্বাচকরা আশা করেছিলেন ৬ মার্চ থেকে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সাকিবকে পাওয়া যাবে। সেই কারণে, গত সপ্তাহে বিশেষজ্ঞের মতামত নেওয়ার জন্য সাকিবকে থাইল্যান্ডে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানেই চিকিত্করা জানিয়েছেন, সাকিবের আরও কিছুদিন সময় লাগবে চোট সারিয়ে মাঠে ফিরতে।

সাকিবের পরিবর্তে শ্রীলঙ্কায় যাচ্ছেন ব্যাটসম্যান লিটন দাস। রবিবার সকালে দ্বীপরাষ্ট্রে উড়ে যাবে বাংলাদেশ।  

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায় 

 

.