আজ ফের প্রয়াগের সামনে সবুজ-মেরুন

রবিবার প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। আইলিগের প্রথম লেগে প্রয়াগের কাছে হেরে গিয়েছিল সুব্রত-প্রশান্ত-র দল। এবার তাই ছক বদলে সঞ্জয় সেনের দলের বিরুদ্ধে দ্বিতীয় লেগে দল নামাচ্ছে মোহনবাগান।

Updated By: Jan 21, 2012, 09:27 PM IST

রবিবার প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। আইলিগের প্রথম লেগে প্রয়াগের কাছে হেরে গিয়েছিল সুব্রত-প্রশান্ত-র দল। এবার তাই ছক বদলে সঞ্জয় সেনের দলের বিরুদ্ধে দ্বিতীয় লেগে দল নামাচ্ছে মোহনবাগান।
প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে আইলিগের প্রথম পর্যায়ে তিন পয়েন্ট হারিয়েছিল মোহনবাগান। বরাবরের শক্ত গাঁট সঞ্জয় সেনের দলের বিরুদ্ধে এবার তাই বেশিই সতর্ক সুব্রত-প্রশান্ত জুটি। ডার্বি জয়ের পর আবার কলকাতার মাঠে লড়াইয়ে নামবে মোহনবাগান। চার্চিল জয়ের পর স্পোর্টিং ক্লাব দ্য গোয়া ম্যাচে হারের প্রভাব এই ম্যাচে পড়বেনা বলেই দাবি কোচ প্রশান্ত-র। বরং ইস্টবেঙ্গল-চার্চিল ম্যাচের চার-পাঁচ-এক স্ট্র্যাটেজি আপাতত আলমারিতে রেখে চার-চার-দুই ছকেই দলকে প্রয়াগ ম্যাচে খেলাতে চাইছেন কোচ প্রশান্ত ব্যানার্জি।
আইলিগের তালিকা প্রয়াগ ইউনাইটেডের থেকে মাত্র দুই পয়েন্টে এগিয়ে রয়েছে মোহনবাগান।এই ম্যাচের ফলাফল যে আইলিগে অনেকটাই প্রভাব ফেলবে,তা বুঝতে পারছে মোহনবাগান।

.