মারাদোনাকে হিংসা করেন মেসি

দিয়েগো মারাদোনাকে তিনি হিংসে করেন। একটি সাক্ষাত্কারে জানিয়েছেন লিওনেল মেসি। বিশ্ব ফুটবলে সবরকম সম্মান পেলেও বিশ্বকাপ জিততে পারেননি মেসি। আর সেই জন্যই মারাদোনাকে দেখে হিংসে হয় তাঁর। তাঁর সাফল্য অনেকেরই হিংসার কারন। কিন্তু তিনি নিজেই যে হিংসায় জ্বলছেন।

Updated By: May 30, 2014, 09:50 PM IST

দিয়েগো মারাদোনাকে তিনি হিংসে করেন। একটি সাক্ষাত্কারে জানিয়েছেন লিওনেল মেসি। বিশ্ব ফুটবলে সবরকম সম্মান পেলেও বিশ্বকাপ জিততে পারেননি মেসি। আর সেই জন্যই মারাদোনাকে দেখে হিংসে হয় তাঁর। তাঁর সাফল্য অনেকেরই হিংসার কারন। কিন্তু তিনি নিজেই যে হিংসায় জ্বলছেন।

দিয়েগো মারাদোনাকে যে তিনি হিংসে করেন তা স্বীকার করে নিয়েছেন লিওনেল মেসি। কারণ তিনি যতই পুরস্কার পান, মারাদোনা যে বিশ্বকাপ জিতে বসে আছেন। এখন পর্যন্ত চারবার বর্ষসেরা ফুটবলার হওয়ার পাশাপাশি অধিকাংশ সম্মান পেয়েছেন মেসি। কিন্তু বিশ্বকাপ এখনও অধরা। সেই আক্ষেপ এবারের বিশ্বকাপে ঘোঁচাতে চান আর্জেন্টিনা অধিনায়ক। একটি সাক্ষাত্কারে মেসি জানিয়েছেন পেলে, মারাদোনা, বেকেনবাউয়ারদের সাফল্য দেখে তাঁর হিংসে হয়। তবে মেসির স্বীকারোক্তি বিশ্বকাপ জিতলেও মারাদোনাদের সাফল্যকে ছোঁয়া বেশ শক্ত। বর্তমানে ফুটবল বিশ্বে রোনাল্ডো, নেইমার, রিবেরিদের মতো তারকা ফুটবলাররা রয়েছেন। এঁদের মধ্যে কে সেরা তা সমর্থকদের উপর ছাড়তে চান বলে জানিয়েছেন মেসি।

.