১৯ বলে ৫০ করলেন মন্ত্রী

দীর্ঘ ছয় মাস পর রাজনীতির মঞ্চ ছেড়ে ক্রিকেটের বাইশ গজে মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। মোহনবাগানের হয়ে পি সেন ট্রফির সেমিফাইনালে নেমেই ব্যাটে ঝড় তুললেন বাংলার প্রাক্তন অধিনায়ক। মাত্র ১৯ বল খেলে ৫০ রানে অপরাজিত থেকে ক্লাবকে তুললেন ফাইনালে। তবে জানালেন নিজের ব্যাটিংয়ের থেকেও বেশি উপভোগ করলেন ঋদ্ধিমানের ৩৬ বলে শতরানটি।

Updated By: Jun 25, 2016, 10:23 PM IST
১৯ বলে ৫০ করলেন মন্ত্রী

ওয়েব ডেস্ক: দীর্ঘ ছয় মাস পর রাজনীতির মঞ্চ ছেড়ে ক্রিকেটের বাইশ গজে মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। মোহনবাগানের হয়ে পি সেন ট্রফির সেমিফাইনালে নেমেই ব্যাটে ঝড় তুললেন বাংলার প্রাক্তন অধিনায়ক। মাত্র ১৯ বল খেলে ৫০ রানে অপরাজিত থেকে ক্লাবকে তুললেন ফাইনালে। তবে জানালেন নিজের ব্যাটিংয়ের থেকেও বেশি উপভোগ করলেন ঋদ্ধিমানের ৩৬ বলে শতরানটি।
                         
ঋদ্ধিরাও প্রিয় বন্ধু লক্ষ্মীকে ফের মাঠে পেয়ে আপ্লুত। তাদের সাফ কথা মন্ত্রী নন, লক্ষ্মী তাদের কাছে সতীর্থ হয়েই আছেন।
                     
এদিন ইডেনে মোহনবাগান পি সেনের সেমিফাইনালে নেতাজি সুভাষকে আট উইকেটে হারিয়ে ফাইনালে উঠল। ফলে মোহনবাগানের সামনে এখন চতুর্মুকুটের হাতছানি। ম্যাচ শেষে লক্ষ্মীরতন শুক্লা জানিয়ে দেন ভবিষ্যতেও সুযোগ পেলে তিনি খেলবেন। তবে সোমবার পি সেনের ফাইনালে খেলা নিয়ে কিছুটা ধোঁয়াশা রাখলেন লক্ষ্মী।

.