কাল ওনজিসিকে হালকাভাবে নিচ্ছে না মোহনবাগান

স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে জয়ের পর শুক্রবার ওএনজিসির বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। বৃহস্পতিবার সকালে নেহরু স্টেডিয়ামে অনুশীলন সারে মোহনবাগান। এই মাঠেই শুক্রবার দুপুরে ওএনজিসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। রাজধানীতে সকালে বেশ ঠান্ডা। ১৬ ডিগ্রি তাপমাত্রায় অনুশীলন সারলেও, ম্যাচ দুপুরে হওয়ায় তখন তাপমাত্রা বেড়ে হবে ২০ ডিগ্রি। ফলে ফুটবলারদের কোনও অসুবিধা হবে না বলেই মত কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের। পরপর দুটি ম্যাচে ওএনজিসি বিশ্রী হারলেও, প্রতিপক্ষকে খাটো করে দেখতে নারাজ কোচ মৃদুল।

Updated By: Nov 8, 2012, 09:45 PM IST

স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে জয়ের পর শুক্রবার ওএনজিসির বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। বৃহস্পতিবার সকালে নেহরু স্টেডিয়ামে অনুশীলন সারে মোহনবাগান। এই মাঠেই শুক্রবার দুপুরে ওএনজিসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। রাজধানীতে সকালে বেশ ঠান্ডা। ১৬ ডিগ্রি তাপমাত্রায় অনুশীলন সারলেও, ম্যাচ দুপুরে হওয়ায় তখন তাপমাত্রা বেড়ে হবে ২০ ডিগ্রি। ফলে ফুটবলারদের কোনও অসুবিধা হবে না বলেই মত কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের। পরপর দুটি ম্যাচে ওএনজিসি বিশ্রী হারলেও, প্রতিপক্ষকে খাটো করে দেখতে নারাজ কোচ মৃদুল। তাঁর দাবি,ওএনজিসি প্রয়াগ ইউনাইটেডের মত দলকে আটকেছে আইলিগে। ফলে নয়াদিল্লির মাটিতে ওএনজিসির বিরুদ্ধে তিন পয়েন্ট টার্গেট থাকলেও, বেশ সাবধানী মোহনবাগান কোচ। ওএনজিসিকে হালকাভাবে নিতে রাজি নন বাগান ফুটবলাররাও।
 
ওএনজিসি ম্যাচে বদলে যাচ্ছে মোহনবাগান দলের ফর্মেশন। স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৪-৫-১ ছক বদলে আবার পুরানো চার-চার-দুই ছকে ফিরে আসছে মোহনবাগান। আপফ্রন্টে ওডাফার সঙ্গী এবার স্ট্যানলি। মুখে ওএনজিসিকে সমীহ করলেও,পুরো তিন পয়েন্ট খেলতে কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের ভরসা অ্যাটাকিং ফুটবলই। মনীশ মাথানি চোট পাওয়ায় প্রথম একাদশে ফিরতে চলেছেন ডেনসন দেবদাস। ওএনজিসির বিদেশি কাটজুমির দিকে আলাদা নজর থাকলেও, তার জন্য মার্কিংয়ের ভাবনা আপাতত নেই কোচ মৃদুলের। আইলিগে ওএনজিসির কোনও ম্যাচ টেলিভিশনে না দেখানোয়, প্রতিপক্ষের ফুটবল সেরকমভাবে দেখা হয়নি কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের। তবে শিলিগুড়িতে ফেডারেশন কাপে ওএনজিসির ম্যাচ দলের অনেক ফুটবলার দেখায়, তাঁদের কাছ থেকেই প্রতিপক্ষ সম্বন্ধে তথ্য নিচ্ছেন মোহনবাগান কোচ।
 

.