এক ঝলকে দেখে নিন আইপিএল ইতিহাসের সবথেকে বেশি রান করেছেন কোন ১০জন

মাঝে আর একটা দিন বলার থেকে বলা ভালো, আর কয়েক ঘণ্টা পরেই শুরু আইপিএল। আরও একটা নতুন মরশুম। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এই নামগুলো ভুলে গিয়ে আগামী প্রায় ২ মাস শুধুই চর্চা হবে কলকাতা নাইট রাইডার্স বা দিল্লি ডেয়ারডেভিলস অথবা কিংস ইলেভেন পাঞ্জাব কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়ে। নতুন উদ্যমে নতুন আইপিএল সিজনে গা ভাসিয়ে দেওয়ার আগে দেখে নিন, এই প্রতিযোগিতার রাজা-বাদশাদের। এক ঝলকে দেখে নিন আইপিএলের ইতিহাসের সবথেকে বেশি রান করা ১০ ব্যাটসম্যান কারা।

Updated By: Apr 7, 2016, 12:55 PM IST
 এক ঝলকে দেখে নিন আইপিএল ইতিহাসের সবথেকে বেশি রান করেছেন কোন ১০জন

ওয়েব ডেস্ক: মাঝে আর একটা দিন বলার থেকে বলা ভালো, আর কয়েক ঘণ্টা পরেই শুরু আইপিএল। আরও একটা নতুন মরশুম। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এই নামগুলো ভুলে গিয়ে আগামী প্রায় ২ মাস শুধুই চর্চা হবে কলকাতা নাইট রাইডার্স বা দিল্লি ডেয়ারডেভিলস অথবা কিংস ইলেভেন পাঞ্জাব কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়ে। নতুন উদ্যমে নতুন আইপিএল সিজনে গা ভাসিয়ে দেওয়ার আগে দেখে নিন, এই প্রতিযোগিতার রাজা-বাদশাদের। এক ঝলকে দেখে নিন আইপিএলের ইতিহাসের সবথেকে বেশি রান করা ১০ ব্যাটসম্যান কারা।

১) সুরেশ রায়না - ১৩২ ম্যাচে ৩৬৯৯ রান।

২) রোহিত শর্মা - ১২৮ ম্যাচে ৩৩৮৫ রান।

৩) ক্রিস গেইল - ৮২ ম্যাচে ৩১৯৯ রান।

৪) বিরাট কোহলি - ১২৩ ম্যাচে ৩১৩৭ রান।

৫) গৌতম গম্ভীর - ১১৭ ম্যাচে ৩১৩৩ রান।

৬) রবীন উথাপ্পা - ১২০ ম্যাচে ২৯৯৬ রান।

৭) মহেন্দ্র সিং ধোনি - ১২৯ ম্যাচে ২৯৮৬ রান।

৮) বীরেন্দ্রে সেহবাগ - ১০৪ ম্যাচে ২৭২৮ রান।

৯) শিখর ধাওয়ান - ৯৬ ম্যাচে ২৫৮১ রান।

১০) এবি ডিভিলিয়ার্স - ১০৪ ম্যাচে ২৫৭০ রান।

.