টেস্ট ক্রিকেটে অবসর ঘোষণা ধোনির, চতুর্থ টেস্টে অধিনায়ক বিরাট কোহলি

কেন এই সিদ্ধান্ত!!!!! ক্রিকেট বিশ্ব হতবাক।  কেন ? কেন? কেন?

Updated By: Dec 30, 2014, 05:56 PM IST

৩টে ১২: সুরেশ রায়না টুইট করেছেন

 

 

৩টে ০৭: BCCI এর প্রেস বিজ্ঞপ্তি

 

২টো ৫৮:  সিডনিতে ফাইনাল টেস্টে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি।

২টো ৫৪: ধোনির টেস্ট ক্রিকট থেকে অবসরের সিদ্ধান্ত নিশ্চিত করেছে BCCI। টুইটারে সেকথা জানানো হয়েছে।

 

FIRST BREAK:  কেন এই  সিদ্ধান্ত!!!!! ক্রিকেট বিশ্ব হতবাক!!! কেন ? কেন? কেন?

টেস্ট ক্রিকেট থেকে অবসর মহেন্দ্র সিং ধোনি। জীবন বাঁচল কিন্তু তরীখানা পাড়ে আর ভিড়লনা। মেলবোর্নের তৃতীয় টেস্ট ড্র করে সিরিজ হারল ভারত। বিদেশের মাটিতে  এই সিরিজ হার আরও একবার কোনঠাসা করল ধোনিকে। তার জেরেই কি ধোনির এই সিদ্ধান্ত?  তবে এই সিদ্ধান্তে হতবাক গোটা ক্রিকেট বিশ্ব।

প্রথম টেস্ট অ্যাডিলেডে  ধোনির অনুপস্থিতিতে বিরাট কোহলি অধিনায়কত্ব করেন। ভাগ্য সঙ্গ না দিলেও বিরাট প্রমাণ করে দেন ভবিষ্যত অধিনায়কের মুকুট তিনি পরতে চলেছেন।  দুই ইনিংসে পরস্পর শতরান করা ছাড়াও ক্রিজে শেষ পর্যন্ত লড়ে হার স্বীকার করেছিলেন। বিরাট কোহলির এমন লড়াকু অধিনায়কত্ব প্রশংসা কুড়িয়েছিলেন বিভিন্নমহল থেকে। ঠিক তেমনি বিদেশের মাটিতে ধোনির টেস্ট রেকর্ড বরাবরই ফিকে হতে চলেছে।

Tags:
.