কামব্যাকের মঞ্চ বেঁধে নাদালের টানা দ্বিতীয় খেতাব

একটা সময় শোনা যাচ্ছিল তিনি নাকি আর কোনওদিন টেনিসে ফিরতেই পারবেন না। তাঁর চোট নাকি এতটাই গুরুতর কোনওদিন টেনিসের সর্বোচ্চ মঞ্চে খেলাতে পারবেন না। কিন্তু সব গুজব উডি়য়ে টেনিসে ফিরে এসে নাদাল বাকিদের সাবধানবাণী শুনিয়ে রাখলেন। চোটের পর টানা দ্বিতীয় খেতাব জিতলেন রাফায়েল নাদাল।

Updated By: Mar 3, 2013, 09:29 PM IST

একটা সময় শোনা যাচ্ছিল তিনি নাকি আর কোনওদিন টেনিসে ফিরতেই পারবেন না। তাঁর চোট নাকি এতটাই গুরুতর কোনওদিন টেনিসের সর্বোচ্চ মঞ্চে খেলাতে পারবেন না। কিন্তু সব গুজব উডি়য়ে টেনিসে ফিরে এসে নাদাল বাকিদের সাবধানবাণী শুনিয়ে রাখলেন। চোটের পর টানা দ্বিতীয় খেতাব জিতলেন রাফায়েল নাদাল।

মেক্সিকান ওপেনের ফাইনালে স্বদেশের ডেভিড ফেরারকে সহজেই ৬-০, ৬-২ গেমে হারিয়েছেন স্প্যানিশ তারকা।
ফেব্রুয়ারির শুরুতে দীর্ঘ সাত মাস পর টেনিসে ফিরে চিলিতে একটি প্রতিযোগিতায় ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি। তবে ব্রাজিল ওপেনের পর মেক্সিকোতেও সাফল্য পেয়ে নাদাল জানিয়ে দিয়েছেন, ফ্রেঞ্চ ওপেনের খেতাব ধরে রাখতে তিনি প্রস্তুত।
ফাইনালে উজ্জীবিত নাদালের সামনে দাঁড়াতেই পারেননি ফেরার। খেলার শুরু থেকে টানা আটটি গেম জিতে, প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে রেকর্ড ৭টি ফ্রেঞ্চ ওপেন সহ ১১টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল ভীষণ উচ্ছ্বসিত।
খেলা শেষে তিনি বলেন, “আমার মনে হচ্ছে আমি প্রায় নিখুঁত খেলতে পেরেছি। পুরো সপ্তাহ জুড়েই আমার হাঁটু ভালোভাবে সাড়া দিয়েছে।"

.